মহেশপুর প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুরে বীরমুক্তিযোদ্ধা মোস্তফা মাষ্টার (৭৫) এর মৃত্যু। রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।
রবিবার (২৫শে জুলাই) দুপুর ১ টার সময় ঢাকা হার্ডফাউনডেশনে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করেন। সোমবার সকাল ৯টায় মহেশপুর জামে মসজিদ প্রাঙ্গনে জেলা পুলিশের একটি চৌকশ দল তাকে গার্ড অফ অর্নার প্রদান করে। এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল, উপজেলা নির্বাহী অফিসার শারশ্বতী শীল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক মীর সুলতানুর জামান লিটন, মহেশপুর পৌরসভার মেয়র আব্দুর রশিদ খান, যুদ্ধকালিন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা ফায়জুর রহমান চৌধুরী, সাবেক উপজেলা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আবু তালেব, সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুল আওয়াল, সাবেক পৌর কমান্ডার বীরমুক্তিযোদ্ধা কাজী আব্দুস সাত্তার, মহেশপুর প্রেস ক্লাবের সভাপতি আব্দুস সেলিম, সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম, মহেশপুর থানা যুবলীগের আহবায়ক কাউন্সিলর কাজী আতিয়ার রহমান প্রমুখ। মৃত্যু কালে তিনি স্ত্রী, ৩ পুত্র ২কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়।