মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে মান্দারবাড়ীয়া ইউনিয়ন ভূমি অফিসের রেকর্ড বাহি নিয়ে এক দালাল ভূমি কর নিবন্ধনের ক্যাম্পেইন করছে, দিতে হচ্ছে অতিরিক্ত ফি।
জানাগেছে আজ বৃহস্পতিবার ইউনিয়নের শাহাপুর বাজারে ভূমি অফিসের নাম করে হযরত আলী নামের এক ব্যাক্তি ভূমি কর নিবন্ধনের ক্যাম্পেইন করছে। তার কাছে ভূমি অফিসে সংরক্ষিত শাহাপুর, জোকা সহ ইউনিয়নের বিভিন্ন মৌজার মুল রেকট বহি। সে ভূমি কর্মকর্তা সামাউল হোসেনের হয়ে ক্যাম্পেইন করছে।
যেখানে ভূমি কর নিবন্ধন ফ্রি করার কথা, সেখানে সে গ্রাহকের কাছ থেকে নিচ্ছে বিভিন্ন অংকের অর্থ। ইউনিয়ন ভূমি কর্মকর্তা সামাউল হোসেনের সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি বলেন হযরত আলী আমার অফিসে বিভিন্ন কাজে আমাকে সহযোগীতা করে থাকে। তবে সে ভূমি অফিসের রেকর্ড বহি নিয়ে গেছে কিনা আমি জানি না। তবে সে গ্রাহকের কাছ থেকে টাকা নিলে সেটা তার ব্যাপার।
মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার শ্বাশতী শীলের সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি বলেন আপনারা ভূমি অফিসে এসে প্রমান সহ অভিযোগ করেন। প্রমান পেলে ব্যবস্থা গ্রহন করা হবে।