মহেশপুর প্রতিনিধি: মুজিব বর্ষের অঙ্গীকার যক্ষামুক্ত বাংলাদেশ গড়ার” এই প্রতিপাদ্য কে সামনে রেখে ২৪ মার্চ বিশ্ব যক্ষা দিবস উপলক্ষে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কনফারেন্স রুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জমির মোঃ হাসিবুস সাত্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডাঃ মৌমিতা, ডাঃ জেসমিন আক্তার, সিনিয়র স্টাফ নাস রাফেজা খাতুন, টিএলসিএ জেসমিন আক্তার, কার্ডিওগ্রাভার রাজেদুল ইসলাম রাজা। অনুষ্ঠানটি পরিচালনা করেন মেডিকেল অফিসার ডাঃ সালাউদ্দীন।