মহেশপুর প্রতিনিধি : ঝিনাইদ-৩ আসানের মাননীয় জাতীয় সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) সালাহ উদ্দীন মিয়াজী ঈদুল ফিতর উপলক্ষে মহেশপুর প্রেসক্লাবে সাংবাদিকদের আর্থীক অনুদান প্রদান করেছেন।
গতকাল সোমবার (৮ এপ্রিল) বিকালে মহেশপুর প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এসে তিনি অনুদান প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মহেশপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুস সেলিম, সহ-সভাপতি আনোয়ারুল মোমিন ব্যালট, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সহ-সম্পাদক হাসান আলী, সাংবাদিক রমজান আলী, আলমগীর হোসেন, নাইমুর রহমান প্রমুখ।