মহেশপুর প্রতিনিধিঃ শনিবার ঝিনাইদহের মহেশপুরে ১শ বোতল ফেন্সডিল ও প্রায় ২ কেজি গাজা উদ্ধার করেছে ৫৮বিজিবি। এসময় ২মাদক কারবারিকে আটক করা হয়।
জানাগেছে উপজেলার মাইলবাড়ীয়া গ্রামের আলি মুদ্দিনের পুত্র ইসরাফিল মালিথার বাড়ির পাসে খড় গাদার ভিতর থেকে ১শ বোতল ফেন্সডিল উদ্ধার করে বিজিবি। এসম ইসরাফিল মালিথা (৫৫) ও একই গ্রামের নওশের আলীর পুত্র ওয়াসিম আলী (৩৫)কে আটক করা হয়। ১ জন পলাতক আসামী সহ তাদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। ০১ জানুয়ারি পৃথক অভিজানে শ্রীনাথপুর বিওপি মাঠপাড়া গ্রামের মাঠের মধ্যে হতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন ১ কেজি ৯৫০ গ্রাম ভারতীয় গাজা উদ্ধার করে।