মাগুরা প্রতিনিধি : মাগুরায় এসি আই মটরস সোনালীকা ডে ২০২২ এর বার্ষিক সার্ভিস ও মত বিনিময় সভা এবং সোনালীকা ডেলিভারী উৎসবের আয়োজন করা হয়। বুধবার (১২ অক্টোবর) সদর উপজেলার মঘী ইউনিয়নের কাটাখালী আখ সেন্টার মাঠ প্রাঙ্গণে সোনালীকা ডে মেলা অনুষ্ঠিত হয়। সোনালীকা ডে মেলায় প্রধান অতিথি ছিলেন, এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার সাউথ পার্ট এসি আই মটরস লিমিটেড মোঃ আতিয়ার রহমান।
টেরিটরী ম্যানেজার মাগুরা জেলা এরিয়া মাহবুবুজ্জামান অভির সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন এস এম মটরস (এসি আই) ব্যবস্থাপনা পরিচালক লাবনী খাতুন, সাবেক চেয়ারম্যান বিনোদপুর ইউনিয়ন, মহম্মদপুর গোলাম আজম সাবু, ডিলার কাটাখালী জাফর মোল্লা, সার্ভিস কো-অর্ডিনেশন এক্সিকিউটিভ হেড অফিস এসি আই মটরস ঢাকা শাহেদ বিন জাহান, মার্কেটিং অফিসার আব্দুল আজিজ বিশ্বাস, সিনিয়র রিকভারি অফিসার আলী উল বাশার, সিনিয়র সার্ভিস ইঞ্জিনিয়ার সিফাত মঞ্জুর।
অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় বিশ্বাস ডেকোরেটর প্রোপাইটর আরজু বিশ্বাস। এছাড়াও মেলায় উপস্থিত ছিলেন, এসি আই মটরসের সকল কর্মকর্তা ও গ্রাহক বৃন্দগণ। এসি আই সোনালীকা ডে বার্ষিক সার্ভিস সভার স্টলে কর্মাশিয়াল পিক-আপ গাড়ি, সোনালীকা ট্রাক্টর, এসিআই মটরস পরিবেশিত বিশ্ব বিখ্যাত ইয়ামাহা মোটরবাইক, রেজিষ্ট্রেশন বুথ, বিক্রয় অনুসন্ধান বুথ, টি এন্ড ফুড স্টল, ডিজিটাল বুথ, স্পেয়ার পার্টস বিক্রয় বুথ ও হেলথ চেক-আপ বুথ ছিলো। অনুষ্ঠানের আলোচনা সভার শেষে র্যাফেল ড্র, গেম শো, পুরস্কার বিতরণ, সার্টিফিকেট প্রদান এবং দুপুরের খাবার বিতরণ করা হয়।