সংবাদদাতা, মাগুরা: দ্বিতীয় ধাপের নির্বাচনে মাগুরা সদার উপজেলায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন নৌকা প্রতীকের তিন প্রার্থী।
মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকেলে জেলা নির্বাচন কর্মকর্তা অলিউল ইসলাম এ তথ্য জানান।
তারা হচ্ছেন- উপজেলার বগিয়া ইউনিয়নের মীর রওনক হোসেন, হাজরাপুর ইউনিয়নের কবির হোসেন ও হাজীপুর ইউনিয়নে মাজহারুল ইসলাম আখরোট।
তিনি জানান, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার উপজেলার ১৩ ইউনিয়নে চেয়ারম্যান পদে ১২ জন, সংরক্ষিত ওয়ার্ডের দুজন ও সাধারণ সদস্য ৩৯ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন।
এর মধ্যে বগিয়া, হাজরাপুর ও হাজীপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী ছাড়া অন্যরা মনোনয়ন প্রত্যাহার করায় তারা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।
অলিউল ইসলাম বলেন, উপজেলার ১৩ ইউনিয়নে চেয়ারম্যান ৪৬ জন, সংরক্ষিত ওয়ার্ডে ১২৭ জন ও সাধারণ সদস্য ৪১৭ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। সব কিছু ঠিক থাকলে ১১ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।