প্রতিনিধি, নারায়ণগঞ্জ
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইল সাদ্দাম মার্কেটের সামনে ভ্যানকে পিছন থেকে উৎসব বাসের ধাক্কা দুই ভ্যান চালকসহ ৪ জন আহত হয়েছে। এর মধ্যে দুইজন গুরুত্বর আহত হওয়ায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে এ দূঘর্টনা ঘটেছে। এরিপোর্ট লেখা পর্যন্ত আহতদের পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্মীরা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইল সাদ্দাম মার্কেটের সামনে বাসা-বাড়ির মালামাল নিয়ে দুটি ভ্যান যাচ্ছিল। এসময় নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা উৎসব পরিবহন নামের একটি বাস পেছন থেকে ওই ২টি ভ্যানকে ধাক্কা দিলে ভ্যান দুটি দুমড়ে-মুচড়ে যায়।
এতে ভ্যানের ২ চালকসহ ভ্যানে থাকা দুইজনসহ ৪ জন আহত হয়েছে। এ ঘটনায় ২জনের অবস্থা আশংকা জনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।