নিজস্ব প্রতিবেদক , বাঙলা প্রতিদিন: রাজধানীর মাতুয়াইলে একটি প্যাকেজিং কারখানায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।
আজ বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে মাতুয়াইল কলেজ রোডের কোনাপাড়ার কারখানাটিতে আগুন লাগে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগুন নেভাতে আমাদের কর্মীরা কাজ করছেন। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।