শিবচর(মাদারীপুর) প্রতিনিধি: পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি, সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত (আইজিপি) হাবিবুর রহমান বলেছেন, আজ থেকে এক‘শ বছর পরেও বাংলাদেশে কি ধরণের পুলিশ হবে সেই পরিকল্পনাও প্রধানমন্ত্রী প্রনয়ণ করেছেন এবং নির্দেশনা দিচ্ছেন। সেই আলোকেই পুলিশ বাহীনি এগিয়ে যাচ্ছে জনগনের দোরগোড়ায়। মঙ্গলবার ( ১১ অক্টোবর) সকালে মাদারীপুরের শিবচর থানা চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন শেষে সাংবাদিকেদের তিনি এসব কথা বলেন, এসময় তিনি আরো বলেন, স্বাধীনতার আগে পাকিস্তানি পুলিশ, পাকিস্তান সরকারের পেটোয়া বাহিনী হিসাবে কাজ করতো। তবে বর্তমান সময়ে পুলিশ দেশের জনগনের সেবক হিসাবে কাজ করছে।
এসয় উপস্থিত ছিলেন, মাদারীপুরের পুলিশ সুপার, মোঃ মাসুদ আলম,ফরিদপুরের পুলিশ সুপার শাহজাহান, শরিয়াতপুরের পুলিশ সুপার, মোঃ সাইফুল হক সহ বিভিন্ন জেলার অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার । এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিভিন্ন থানার অফিসার ইনচার্জরা।