মান্দা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মান্দায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ কেজি ২শ ৫০গ্রাম গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে মান্দা থানা পুলিশ। বুধবার রাত ১১টার দিকে উপজেলার ছোট মুল্লুক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন চাঁদ শিকারী গ্রামের মোঃ রফিকের ছেলে শাহিন আলম (৩১), ওসমানপুর (মিস্ত্রীপাড়া) গ্রামের বেরাদুল ইসলামের ছেলে জেনারুল ইসলাম (৩১), মান্দা থানাধীন ছোট মুল্লুক গ্রামের মৃত আজিমুদ্দিনের ছেলে শমসের আলী (৪৫) ও শমসের আলীর স্ত্রী আঞ্জুয়ারা (৪০)।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ গোপনে মাদকের ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছোট মুল্লুক এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় ৪ কেজি ২শ ৫০গ্রাম গাঁজা উদ্ধার সহ চার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।