300X70
সোমবার , ২৮ জুন ২০২১ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

মান সনদ জালিয়াতি করে বিটুমিন ছাড়

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুন ২৮, ২০২১ ৮:৩৭ অপরাহ্ণ

৯ কন্টেইনার ফেরত আনার নির্দেশ কাস্টমসের

নিউজ ডেস্ক: জালিয়াতির মাধ্যমে ভুয়া সনদ জমা দিয়ে আমদানিকৃত বিটুমিনের একটি চালান চট্টগ্রাম কাস্টমসের হাতে ধরা পড়েছে। আমদানিকারক প্রতিষ্ঠান ঢাকার ‘ন্যাশনাল ডেভলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড’।

প্রতিষ্ঠানটি এক লাখ টন বিটুমিনের চালান ছাড়ের জন্য ভুয়া মানসনদ তৈরী করে চট্টগ্রাম কাস্টমসে জমা দিয়েছে।

৭২ লাখ টাকার শুল্ক পরিশোধ করে ৫০ কন্টেইনারের মধ্যে ৯টি কন্টেইনার বিটুমিন গতকাল সোমবার ছাড়ও করে নিয়েছে। এরইমধ্যে অভিযোগ পেয়ে সনদ যাচাই করতে গিয়ে জালিয়াতি ধরা পড়ে; এরপরই ৫০ কন্টেইনারের পুরো চালানটি আটক করে কাস্টমস। ছাড় হওয়া বিটুমিনভর্তি কন্টেইনারগুলো বন্দরে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছে কাস্টমস।

জানতে চাইলে চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার উত্তম চাকমা বলেন, ‘অর্থবছর শেষ হতে সময় মাত্র তিনদিন। আমরা রাজস্ব লক্ষমাত্রা নিয়ে প্রচন্ড ব্যস্ততার মধ্যে দিন পার করছি। ঠিক সেই সময়টাই বেছে নিয়েছে আমদানিকারক প্রতিষ্ঠান ও সিঅ্যান্ডএফ সানশাইন এজেন্সি।’

তিনি আরো বলেন, ইস্টার্ণ রিফাইনারির মান সনদ এমন সুক্ষভাবে জালিয়াতি করা হয়েছে; সাদা চোখে দেখে বোঝার কোন উপায় নেই। এই সুযোগে আজ সোমবারই বিটুমিন ভর্তি ৯টি কন্টেইনার ছাড় হয়েছে। আমি সরেজমিনে গিয়ে যাচাই করে ছাড় হওয়া কন্টেইনার পুণরায় ফিরিয়ে আনার নির্দেশনা দিয়েছি। আশা করছি কিছুক্ষনের মধ্যে ফেরত আসবে।

জালিয়াতি ধরা পড়ার পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয় কাস্টমস কর্তৃপক্ষ। জানতে চাইলে চট্টগ্রাম কাস্টমস কমিশনার মোহাম্মদ ফখরুল আলম বলেন, মান সনদ উত্তীর্ন না হয়ে পণ্যছাড় করা অপরাধ। সেইসাথে সরকারী একটি প্রতিষ্ঠানের সনদ জালিয়াতি করে জমা দেয়া আরো কঠোর অপরাধ।

আমরা প্রথমে ছাড় হওয়া পণ্য ফেরত নিয়ে আসছি। এরপর আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টকে শোকজ করবো। এরপর আইনগত কঠিন শাস্তি নিশ্চিত করবো। কোন ছাড় হবে না।’

উল্লেখ্য, দেশে নিম্নমানের বিটুমিন আমদানির অভিযোগ দীর্ঘদিনের। দীর্ঘদিন ধরে এসব বিটুমিন আমদানি হলেও মান নিশ্চিত করা হয়নি। ফলে অহরহ নিুমানের বিটুমিন আমদানি হচ্ছিল; কোনভাবেই সেটি ঠেকানো যাচ্ছিল না। এতে করে সড়ক রক্ষনাবেক্ষনে হাজার কোটি টাকা গচ্ছা যাচ্ছিল সরকারের।

সর্বশেষ গত ২৫ মে বিটুমিনের মান নিশ্চিতে বাণিজ্য মন্ত্রনালয় তিনটি নির্ধারিত ল্যাবে মান পরীক্ষা বাধ্যতামূলক করে। এরপর থেকেই মুলত নিম্নমানের বিটুমিন আমদানির চক্রটি বিপাকে পড়ে। মান যাচাই বাধ্যতামূলক করার পর এই প্রথম কোনো চালানটি ধরা পড়লো কাস্টমসের হাতে।

নমুনা পরীক্ষায় উত্তীর্ণ হতে না পেরে আমদানিকারক ঢাকার ‘ন্যাশনাল ডেভলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড’ ভুয়া মানসনদ কাস্টমসে জমা দিয়ে বিটুমিন চালান ছাড় নিতে চেয়েছিল। ৫০ কন্টেইনারের মধ্যে ৯টি কন্টেইনার ভুয়া সনদ দিয়ে বন্দর থেকে খালাস পর্যন্ত করা হয়েছে। কিন্তু কাস্টমসের হাত থেকে শেষ রক্ষা হল না।

খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকার ‘ন্যাশনাল ডেভলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড’ এর একটি বানিজ্যিক চালান চট্টগ্রাম বন্দরে পৌঁছে ১৪ জুন। এই চালানে ৫০টি কন্টেইনারে মোট প্রায় এক লাখ মেট্রিক টন বিটুমিন ছিল। চালানটির মূল্য ছিল ৪ লাখ ১৭ হাজার মার্কিন ডলার।

ইরানের পতাকাবাহি জাহাজ ‘এমভি নেগার’ থেকে নামিয়ে গত ২০ জুন বিটুমিনের চালানটির নমুনা সংগ্রহ করা হয়। নমুনাটি পাঠানো হয় সরকারী ইস্টার্ণ রিফাইনারিতে (ইআরএল)। ইআরএল গত ২৪ জুন পণ্যের মান সনদ দেয়।

রিপোর্ট বিশ্লেষণ করে দেখা যায়, ৮টি শ্রেণীতে চালানটির মান পরীক্ষা করা হয়। কিন্তু দুটি শ্রেণীতে চালানটি মান উত্তীর্ণ হয়নি। মান উত্তীর্ণ না হওয়ায় চালানটি বন্দর থেকে ছাড়ের সুযোগ ছিল না। এই কারণে ইস্টার্ণ রিফাইনারির মূল সনদ কাস্টমসে জমা না দিয়ে জালিয়াতি করে ভুয়া সনদ দিয়ে কাস্টমস থেকে বের করার কৌশল নেয় আমদানিকারক ও চট্টগ্রামের সিঅ্যান্ডএফ সান শাইন এজেন্সি।

জালিয়াতির বিষয়ে জানতে চাইলে সিঅ্যান্ডএফ এজেন্ট সান শাইন এজেন্সির মালিক মাহমুদ রেজা বলেন, আমরা ওই আমদানিকারকের কাজ মাঝে মধ্যে করি। ভুয়া সনদ দিয়ে পণ্য ছাড়ের বিষয়টি আমার জানা নাই। পরে অসুস্থতার অজুহাতে তিনি আর কথা বলতে রাজি হননি।

৯ কন্টেইনার ফেরতের বিষয়ে কথা বলতে চাইলে তিনি প্রতিবেদকের সাথে সামনাসামনি কথা বলতে চান। এরপর উল্লেখিত বিষয়ে ফোনে বক্তব্য চাইলে তিনি আর কথা বাড়াননি।

জানতে চাইলে মান সনদ দেয়া প্রতিষ্ঠান ইস্টার্ণ রিফাইনারির উপ মহাব্যবস্থাপক (মান নিয়ন্ত্রন) জাহিদুল ইসলাম বলেন, ‘আজ সোমবার বিকালে কাস্টমস থেকে আমাকে ফোন করে জানানো হয়েছে জালিয়াতির বিষয়টি। আমি আসল সনদ কোনটি সেটি তাদেরকে নিশ্চিত করেছি।’

তিনি আরো বলেন, নমুনা পরীক্ষায় ‘ন্যাশনাল ডেভলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড’ এর চালানটি মান উত্তীর্ণ হয়নি। দুটি শ্রেণীতে চালানটি মান উত্তীর্ণ হয়নি। এরমধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে, পেনিট্রেশনে সেটি ৭২ পয়েন্ট পেয়েছে। কিন্তু চালানটি ৬০-৭০ গ্রেডের মধ্যে থাকতে হবে। ফলে আমদানিকারক কিভাবে জালিয়াতি করলো আমরা জানার কথা নয়।

জানা গেছে, চট্টগ্রাম কাস্টমসে গত বছর বেশ কিছু এই ধরনের মান সনদ জালিয়াতি ধরা পড়ার পর ম্যানুয়ালি এবং মেইলে দুইভাবে মান সনদ কাস্টমসে পাঠানোর নিয়ম আছে।

এক্ষেত্রে তা করা হয়নি কেন জানতে চাইলে জাহিদুল ইসলাম বলেন, আমাদের কাছে তো আমদানিকারকের পক্ষে সিঅ্যান্ডএফ এজেন্ট সিলগালা করা নমুনা পাঠান এবং মান সনদও সিলগালা করে নিয়ে যান কাস্টমসে। এক্ষেত্রে বাহক কিন্তু সিঅ্যান্ডএফ এজেন্ট।

এখন কাস্টমস যদি ইমেইলে মান সনদ চায় তাহলে তো আমরা দিতে পারি। তাহলে জালিয়াতি বন্ধ করা যাবে।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

নিয়োগ পরীক্ষায় পাশের পর বদলী মৌখিক দিতে গিয়ে ধরা দুই পরীক্ষার্থী

পাঠ্যপুস্তকে জলবায়ু বিপর্যয় সম্পর্কিত বিষয়গুলো অর্ন্তভূক্ত করার দাবি

কোরবানির গুরুত্ব ও ফজিলত

নজরুলের গান ও কবিতা ছিল মুক্তিকামী বাঙালির অফুরন্ত প্রেরণার উৎস : সংস্কৃতি প্রতিমন্ত্রী

নোয়াখালীতে এক মাসে ১৯টি ধর্ষণের ঘটনা ঘটেছে

এবার ছয় কংগ্রেসম্যানের বক্তব্যের বিরুদ্ধে ১৯২ বাংলাদেশি-আমেরিকানের বিবৃতি প্রদান

মিয়ানমারে ফেসবুক বন্ধের পর এবার টুইটার এবং ইনস্টাগ্রাম বন্ধ

মেঘনায় সাড়ে ৫ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ইস্যুর সমাধান হবে আলোচনার মাধ‌্যমে : স্বরাষ্ট্রমন্ত্রী

এবার এক ইলিশ বিক্রি হলো ৫ হাজার টাকা

ব্রেকিং নিউজ :