আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন তিনি জর্ডানে তিনজন মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনার জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সেই সঙ্গে বাইডেন বলেন, মধ্যপ্রাচ্যে একটি বিস্তৃত যুদ্ধ তিনি চান না। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
জর্ডানে ভয়াবহ ড্রোন হামলার ঘটনার কীভাবে জবাব দেওয়া হবে সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি বাইডেন। তবে তিনি বলেন, আমি মনে করি না আমাদের মধ্যপ্রাচ্যে বিস্তৃত যুদ্ধের প্রয়োজন।
ইরান সমর্থিত একটি মিলিশিয়া গোষ্ঠী মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দায় স্বীকার করেছে। সিরিয়ার সীমান্তের কাছে রবিবারের হামলায় আরো ডজন খানেক মার্কিন সেনা আহত হয়েছেন।
রবিবারের সেই হামলার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠী এ হামলা চালিয়েছে এবং এর জবাব দেওয়া হবে।
৭ অক্টোবর ইসরায়েল-হামাসের সংঘাত শুরুর পর এই প্রথম কোনও মার্কিন সেনা নিহতের ঘটনা ঘটল। সেই সঙ্গে মধ্যপ্রাচ্যজুড়ে সাম্প্রতিক সপ্তাহগুলোতে নতুন যেসব সহিংসতা দেখা গেছে, তাতে সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা বেড়েছে।