নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : প্রাইম ব্যাংক সম্প্রতি ‘মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২২’-এ এক্সিলেন্স ইন মাস্টারকার্ড ডেবিট বিজনেস (ডমেস্টিক) ২০২১-২২ অর্জন করেছে।
বাংলাদেশ সরকারের “স্মার্ট বাংলাদেশ ভিশন ২০৪১” এর প্রতিশ্রুতির আলোকে এই পুরস্কার প্রদান করা হয়।
প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও কনজ্যুমার ব্যাংকিং এএনএম মাহফুজ এবং হেড অব কার্ডস অ্যান্ড এডিসি-বিজনেস মাসুদুল হক ভূঁইয়া অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্য মন্ত্রনালয়ের মন্ত্রী টিপু মুনশি’র কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন।
এসময় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ খুরশিদ আলম, ‘মাস্টারকার্ড এর দক্ষিণ এশিয়ার চিফ অপারেটিং অফিসার বিকাশ ভার্মা এবং বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল উপস্থিত ছিলেন।