বাঙলা প্রতিদিন নিউজ : মোহাম্মদ আলমগীর ও হাসিনা আলমগীরের ছেলে মাহতাব বিন আলমগীর শুক্রবার (২৬ জুলাই) ৬১ বছর বয়সে ঢাকার মোহাম্মদপুরের বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’। শনিবার বাদ আছর বরিশালের বগুড়া রোড কবরস্থানে তাকে দাফন করা হয়।
মাহতাব বিন আলমগীর ছিলেন সাংবাদিক ও উন্নয়নকর্মী তিলকা বিনতে মেহতাবের পিতা এবং বেপজার সাবেক নির্বাহী পরিচালক (জনসংযোগ) নাজমা বিনতে আলমগীরের একমাত্র ভাই। পাশাপাশি তিনি মুজিবনগর সরকারের গার্ড-অফ-অনারের নেতৃত্ব প্রদানকারী মাহবুব উদ্দিন আহমদ, বীর বিক্রম ও অবসরপ্রাপ্ত সচিব ডঃ হারুনুর রশীদ-এর এর ভাতিজা এবং আগরতলা ষড়যন্ত্র মামলার ২ নম্বর আসামি শহীদ লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জেম হোসেনের ভাগনে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে ও তিন নাতি-নাতনি রেখে গেছেন। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে পরিবারের প থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।