সংবাদদাতা, মাদারীপুর: মাদারীপুরে মাহফিলের খিচুড়ি বিতরণকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে প্রায় ১৪টি বসত ঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ সময় ৫ জন আহত হয়েছে। এ ঘটনায় রাতে ৬ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার সকালে কালকিনি উপজেলার আলী নগর ইউনিয়নের ফুলবাড়ি গজারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে ফজরের নামাজ চলাকালীন সময়ে আলী নগর ইউনিয়নের ফুলবাড়ি গজারিয়া গ্রামের অভিযুক্ত আমির হোসেনের নেতৃত্বে ৪০ থেকে ৫০ জনের একটি দল দেশীয় অস্ত্রসহ পার্শ্ববর্তী গ্রামের মিজান চোকিদারের বাড়িসহ প্রায় ১৪টি বসতঘর ভাঙচুরসহ ব্যাপক লুটপাট করে।
এর আগে গত ২০ জানুয়ারি রেজাউল ফকিরের আয়োজনে একটি দরবার শরীফের মাহফিল গজারিয়া গ্রামে অনুষ্ঠিত হয়। সেই মাহফিলে খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে সেচ্ছাসেবী মিজান চোকদারের সঙ্গে একই গ্রামের আমির হোসেন বেপারীসহ তাদের লোকজনদের সঙ্গে সংঘর্ষ হয়। পরে স্থানীয় সালিশ মীমাংসার মাধ্যমে সমস্যার সমাধান হওয়ার কথা হয় কিন্তু হঠাৎ অভিযুক্ত আমির হোসেন বেপারী, দুলাল বেপারী, শহিদ বেপারী তাদের দলবল নিয়ে মাহফিলের সেচ্ছাসেবী মিজান চোকদারসহ সকল সেচ্ছাসেবীর বসতবাড়িতে ভাঙচুর ও ব্যাপক লুটপাট চালায়।
ভুক্তভোগী পরিবারগুলো জানায়, তাদের নগদ অর্থসহ ৭টা ছাগল এমন কি বাড়ির হাস-মুরগীও নিয়ে যায়। এ সময় আহত ৫ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
ভুক্তভোগী মিজান চোকদার জানান, আমির হোসেন বেপারী, দুলাল বেপারী, শহিদ বেপারী তাদের দলবল নিয়ে হামলা চালিয়ে নগদ ১০ লাখ টাকাসহ ৭টি ছাগল এবং হাস-মুরগি লুট করে নিয়ে যায়।
আরেক ভুক্তভোগী বলেন, প্রথম বার আক্রমণের সময় সবার অনুরোধে ওরা ফিরে যায়অ কিন্তু পরবর্তীতে আমির বেপারী নেতৃত্ব দিলে তার সব কিছু নিয়ে যায় তারা। তার সব শেষ হয়ে গেছে ঘরের ভেতেরে কিছুই নেই জানান তিনি। তিনি এর বিচার চান।
এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম হোসেন জানান, পূর্ব শত্রæতার জের ধরে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ৬ জনকে আটক করা হয়েছে। এখনও কোন মামলা হয়নি তবে প্রক্রিয়াধীন রয়েছে।