নিজস্ব প্রতিবেদক: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) সম্প্রতি তাদের তেজগাঁও শাখাটি ঢাকার ধানমন্ডি ২-এ অবস্থিত খান এবিসি ট্রেডপ্লেক্স, হোল্ডিং ৩৭-এ স্থানান্তরিত করেছে।
এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সদ্য স্থানান্তরিত শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ।
এই অনুষ্ঠানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চীফ বিজনেস অফিসার, সৈয়দ রফিকুল হক, হেড অব এসএমই ও রিটেইল ব্যাংকিং ডিভিশন, মোঃ শাফকাত হোসেন, রিজিওনাল হেড, ঢাকা দক্ষিণ, মির্জা হাসিবুল হালিম, এরিয়া হেড ও শাখা ব্যবস্থাপক, প্রিন্সিপাল শাখা, মোহাম্মদ শাহীন খান, শাখা ব্যবস্থাপক, ধানমন্ডি ২ শাখা, শহীদ আনোয়ার মজুমদার এবং হেড অব কমিউনিকেশন্স ডিপার্টমেন্ট, আজম খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ এবং এমটিবি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।