অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী শান্তিরহাট বাজারে দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের উপশাখা উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি শান্তিরহাট বাজারের সায়মান লিলি সুপার মার্কেটে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে শান্তিরহাট উপশাখার শুভ উদ্বোধন করেন সাবেক মন্ত্রী, গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।
প্রিমিয়ার ব্যাংক মিরসরাই শাখার নিয়ন্ত্রনে পরিচালিত এই উপশাখার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এবং চীফ বিজনেস অফিসার কাজী আহ্সান খলিল।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ব্যাংকের ইভিপি এবং ব্রান্ড মার্কেটিং ও কমিউনিকেশন বিভাগের প্রধান জনাব মোঃ তারেক উদ্দিন, এসইভিপি এবং মিরসরাই শাখার ব্যবস্থাপক মোঃ নঈমুল আলম, ব্যাংকের চট্টগ্রাম জোনের বিভিন্ন শাখার ব্যবস্থাপকগন, স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ, গ্রাহক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই উপশাখা’র ব্যাংকিং সেবা সকলের জন্যে উন্মুক্ত।