300X70
রবিবার , ৭ মার্চ ২০২১ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

মিয়ানমারের সামরিক একনায়কতন্ত্র উৎখাতে তারুণ্যের শপথ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মার্চ ৭, ২০২১ ১:০০ পূর্বাহ্ণ

জান্তার বিরুদ্ধে ব্যবস্থা চান জাতিসংঘের দূত

বাহিরের দেশ ডেস্ক: মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের এক মাসেরও বেশি সময় কেটে গেছে। সামরিক শাসন অবসানের দাবিতে দেশজুড়ে গণবিক্ষোভ চলছে এবং ক্রমশ অস্থিতিশীল হয়ে ওঠা এই বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে এখন পর্যন্ত অন্তত ৫৫ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই বয়সে তরুণ।

এই এক মাসে দেশটির মানুষ ইন্টারনেট ব্ল্যাকআউট, রাতভর সেনা অভিযান, অবৈধভাবে গ্রেফতার, বিক্ষোভকারীদের রাস্তায় ধাওয়া ও মারধর করা, ফাঁকা গুলি ছোঁড়া বা দূর থেকে মাথা বা বুক লক্ষ্য করে গুলি ছোঁড়ার ঘটনা প্রত্যক্ষ করেছেন। সর্বশেষ এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে বহু বিক্ষোভকারী নিহত হয়েছেন। গত বুধবার একজন তরুণী মাথায় গুলি লেগে নিহত হন। তার পরনে টি শার্টে লেখা ছিল ‘এভ্রিথিং উইল বি ওকে’ অর্থাৎ, ‘সব কিছু ঠিক হয়ে যাবে’।

সাম্প্রতিক সময়ে ইয়াঙ্গুনের আশেপাশে অবস্থানকারী মানুষকে দিনের বেলায় তীব্র ঝাঁঝালো ধোঁয়ার গন্ধ পাচ্ছেন। সেখানকার ছোট ছোট শিশুদের পর্যন্ত নিজ বাড়ির ভেতরে কাঁদানে গ্যাসের স্বাদ নিতে হচ্ছে। এক্ষেত্রে মায়েদের অভিশাপ দেওয়া ছাড়া আর কিছুই করার নেই।

তাজা বুলেট, রাবার বুলেট, বিকট শব্দ উৎপন্নকারী স্টান গ্রেনেড, জল কামান, কাঁদানে গ্যাস যেটার নামই বলা হোক না কেন, গত এক মাসেরও কম সময়ে মধ্যে মিয়ানমারের মানুষ এর সবকটির দেখা পেয়েছে। এরপরও প্রতিদিন নতুন করে প্রতিবাদ-বিক্ষোভ করছেন সাধারণ মানুষ। সামরিক জান্তার নৃশংসতায় বিক্ষোভকারীরা ক্রোধে ফুঁসে উঠলেও – এখন পর্যন্ত তাদের বেশিরভাগ বিক্ষোভই ছিল শান্তিপূর্ণ।

সৃজনশীল উপায়ে প্রতিবাদ বিক্ষোভ: ছাত্র, বৌদ্ধ ভিক্ষু, নারী, চাকরিজীবী এমনকি কিছু পুলিশ কর্মকর্তা সামরিক সরকারের বিরুদ্ধে আন্দোলনে অংশ নিয়েছেন। এই নাগরিক আন্দোলনে অংশ নেওয়া কয়েকজন পুলিশ সদস্য প্রকাশ্যে বলেছেন, তারা আর সামরিক শাসকদের হয়ে কাজ করবেন না। বরং জনগণের সেবা করবেন। এখন পর্যন্ত বিক্ষোভকারীরা বেশ সংগঠিত এবং সংকল্পবদ্ধ। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত তারা বিভিন্ন আঙ্গিকে প্রতিবাদ করছেন।

কেউ কেউ হয়তো শুধু তালি বাজিয়ে গান গাইছেন – কেউ বা বহুতল ভবনগুলোর সামনে দিয়ে সারং পরে ঘোরাফেরা করছেন। সারং হল মিয়ানমারের প্রচলিত পোশাক যাকে বার্মিজ ভাষায় ‘থামি’ বলা হয়। সামরিক শাসনের বিরুদ্ধে এগুলো ছোটখাটো কোনো বিষয় নয়। কিন্তু সারং কেন? মিয়ানমারের মানুষ বিশ্বাস করে যে সৈন্যরা কুসংস্কারাচ্ছন্ন এবং তারা সারং ভয় পায়, সেনারা মনে করে এটি তাদের শক্তি এবং আধ্যাত্মিক বলকে দুর্বল করে দিতে পারে।

প্রধান সড়কগুলোযতে মিছিল-সমাবেশ করার কারণে সামরিক বাহিনী বিক্ষোভকারীদের ওপর চড়াও হয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর থেকে বিক্ষোভকারীরা তাদের আশেপাশের এলাকায় নিজস্ব জায়গা তৈরি করে বিক্ষোভ শুরু করেছে।

শহরের প্রায় সর্বত্রই বালির ব্যাগ দিয়ে তৈরি ছোট ছোট দুর্গ, পানিভর্তি ডাস্টবিন বা অস্থায়ী ব্যারিকেড দেখা যায়। আশেপাশের লোকেরা একে অপরের প্রতি সমর্থন দিয়ে চলেছেন। অনেককে বিনামূল্যে খাবার বা প্রতিরক্ষামূলক যন্ত্রপাতি বিতরণ করতে দেখা গেছে। সবার চাওয়া একটাই, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে সামরিক একনায়কতন্ত্রকে উৎখাত করা।

একইসঙ্গে তারা একে অপরকে সুস্থভাবে বেঁচে থাকতে এবং সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রেরণা যুগিয়ে যাচ্ছে। যারা বাড়িতে থাকেন, তারা রাতের বেলা থালা-বাসন বাজিয়ে প্রতিবাদ করছেন। ঐতিহ্যগতভাবে দেশটির মানুষ বিশ্বাস করে, এভাবে মন্দ শক্তিকে তাড়িয়ে দেওয়া যায়।

সামরিক বাহিনীর সহিংস অবস্থানের মুখেও সাধারণ মানুষ তাদের আন্দোলনের চেতনা জিইয়ে রাখতে রাতের বেলা তাদের বারান্দা থেকে কিংবা বসার ঘর থেকে গণতন্ত্রপন্থী স্লোগান দিচ্ছেন। আবার অনেক জায়গায় সামরিক শাসনের বিরুদ্ধে নানা গানের সুর ভেসে আসে। এর আগে স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এই গানগুলো লেখা হয়েছিল।

যেমন: ‘কাবার মা কেয়ায় বু’ যার অর্থ ‘শেষ অবধি আমরা ভুলব না’ কিংবা ‘থোয়ে থিসার’ যার মানে ‘রক্ত শপথ’। আবার আন্দোলনকে ঘিরে তরুণ প্রজন্ম নতুন করে গান রচনা করেছেন। এরমধ্যে একটি হল ‘রিজেক্ট দ্য ক্যু’ বা অভ্যুত্থান প্রত্যাখ্যান করো। ওই গানটির একটি লাইনে শপথ করা হয় যে- ‘আমরা শেষ পর্যন্ত লড়ে যাবো।’

রাস্তায় বের হওয়া বিপজ্জনক হয়ে উঠেছে, তাই কিছু মানুষের জন্য ক্ষোভ বা দুঃখ প্রকাশের একমাত্র জায়গা হয়ে উঠেছে তাদের নিজ বাড়ি। বিক্ষোভে নিহতদের স্মরণে কেউ কেউ মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করছেন। নিহতদের তারা ‘ফলেন হিরোস’ বলে সম্বোধন করছেন।

‘স্বৈরশাসনের অবসান ঘটাতে হবে’: সন্ধ্যার শেষ দিকে, রাস্তায় বের হলে তরুণদের কয়েকটি দলকে তিন-আঙুলের বিপ্লবী স্যালুট দিতে দেখা যায়।

যা দেশটির সামরিক শাসনের বিরুদ্ধে বিদ্রোহের প্রতীক হয়ে উঠেছে। তরুণরা বেশ বুদ্ধি করে রাস্তায় স্লোগান লিখছেন যা আজকাল কেবল ইয়াঙ্গুনে নয়, বরং সারা দেশের বড় বড় শহরগুলোয় এগুলো অবধারিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। ‘সামরিক অভ্যুত্থান প্রত্যাখ্যান করুন’ বা ‘আমরা গণতন্ত্র চাই’ এ ধরণের লেখাগুলো মুছে ফেলতে প্রশাসনের অনুগত পুলিশ বাহিনীকে গভীর রাত পর্যন্ত ব্যস্ত থাকতে হচ্ছে। পরের দিন, অন্য কোনো রাস্তায় একই কথা লিখছেন এই তরুণরা।

একইসঙ্গে, সাধারণ মানুষ সেনাবাহিনীর বর্বর আচরণের তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক মহলের থেকে আরও শক্তিশালী প্রতিক্রিয়া দাবি করেছেন। তারা এখন আগের চাইতেও হতাশ হয়ে পড়েছেন কারণ জাতিসংঘ বা দক্ষিণ-পূর্ব এশীয় আঞ্চলিক সংস্থা আসিয়ান এই সামরিক সরকারের বর্বর আচরণ আটকাতে পারেনি।

এই সামরিক সরকারের বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর বিভিন্ন ঘোষণা, বিবৃতি কিংবা নিষেধাজ্ঞা যথেষ্ট নয় বলেও জানিয়েছেন সাধারণ মানুষ। সাম্প্রতিক বিক্ষোভগুলোতে ‘জাতিসংঘের পদক্ষেপ নিতে আর কয়টি মৃতদেহের প্রয়োজন?’ লেখা সম্বলিত প্লাকার্ড দেখতে পাওযা যায়। তবে অনেক মানুষ বিশ্বাস করেন, দেশের ভবিষ্যৎ তরুণদের ওপরই অভ্যুত্থানবিরোধী বিক্ষোভের গতিপ্রকৃতি নির্ভর করছে।

একদিন, এক বিক্ষোভকারী বিবিসির এই সংবাদদাতাকে বলেন, আমাদের যুগেই সামরিক একনায়কতন্ত্রের পতন ঘটাতে হবে। বিক্ষোভ চলাকালীন নিয়মিত গ্যাস মাস্ক ব্যবহারের কারণে তার মুখে গভীর দাগ পড়ে গেছে। তিনি হেলমেটে তার রক্তের গ্রুপ এবং তার আত্মীয়ের একটি যোগাযোগ নম্বর লিখে রেখেছিলেন। জেনারেশন জেড বা এই আন্দোলনে নেতৃস্থানীয় ভূমিকা পালনকারী তরুণরা সামরিক শাসনের এই তিক্ত অভিজ্ঞতার বিরুদ্ধে জেগে উঠেছে। সহিংসতা ও হামলার এই দুঃস্বপ্ন হয়তো এতো সহজে যাবে না, কারণ মিয়ানমার কখনই সামরিক জান্তার প্রভাব থেকে পুরোপুরি মুক্ত হতে পারেনি। তারপরও, তরুণ প্রজন্ম এই সামরিক শাসনের বিরুদ্ধে তাদের দৃঢ়তা ও সংকল্প দেখিয়ে যাচ্ছে। আরেকজন তরুণ প্রতিবাদীর কণ্ঠে ওই একই শব্দগুলো উচ্চারিত হল, ‘আমাদের যুগেই সামরিক একনায়কতন্ত্রের পতন ঘটাতে হবে।’
জান্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি: এদিকে সামরিক অভ্যুত্থানের প্রতিবাদ এবং গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার দাবিতে আন্দোলনরত মানুষের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করায় দেশটির জান্তা সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত। শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে এই দাবি জানান তিনি। গত ১ ফেব্রুয়ারি রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে সু চির সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশটির সর্বময় ক্ষমতা কুক্ষিগত করেন সেনাপ্রধান জেনারেল মিং অং হ্লাইং।

এসময় স্টেট কাউন্সেলর অং সান সু চি ও প্রেসিডেন্ট উইন মিন্টকে গ্রেফতার করা হয়। অভ্যুত্থানের পর থেকে এর বিরুদ্ধে রাজপথে বিক্ষোভ করে আসছেন হাজারও মানুষ। বিক্ষোভের প্রথম পর্যায়ে সামরিক বাহিনী দৃশ্যত সংযমের পরিচয় দিলেও গতমাসের শেষদিক থেকে ক্রমশ অসহিষ্ণু হয়ে উঠতে থাকে। আন্দোলন দমনে রাবার বুলেট-জলকামান-টিয়ারশেলের পরিবর্তে প্রাণঘাতী স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করা শুরু করে মিয়ানমারের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

জাতিসংঘের হিসেব অনুযায়ী, জান্তাবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত ৫০ জনেরও বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন। এরমধ্যে গত বুধবারই নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয় ৩৮ জন বিক্ষোভকারী। এরপরও বিক্ষোভকারীরা রাস্তায় নেমে আসছেন এবং গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির মুক্তিসহ গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা ফিরয়ে দেওয়ার দাবি জানাচ্ছেন।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার জাতিসংঘের ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকে মিয়ানমারে নিযুক্ত সংস্থাটির বিশেষ দূত ক্রিস্টিন স্ক্যামার বার্গেনার বলেন, ‘বার্মার সামরিক বাহিনীকে আমরা আর কতো ছাড় দেবো? সামরিক বাহিনীকে কড়া ও পরিষ্কার বার্তা দেওয়ার মাধ্যমে গত নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল এবং মিয়ানমারের জনগণের পাশে নিরাপত্তা পরিষদকে শক্ত ভাবে দাঁড়াতে হবে; এটা খুবই গুরুত্বপূর্ণ।’

অবশ্য এই মন্তব্যের প্রতিক্রিয়া জানতে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটির জান্তা সরকারের মুখপাত্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয় রয়টার্স। তবে বার্মিজ সামরিক বাহিনীর দাবি, বিক্ষোভ দমনে তারা সংযমের পরিচয় দিয়েছে।

একইসঙ্গে কাউকে দেশের স্থিতিশীলতা নষ্ট করতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেছে তারা। মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর গুলিতে এ পর্যন্ত অর্ধশতাধিক আন্দোলনকারী নিহত হয়েছেন। সর্বশেষ শুক্রবার দেশটির মান্দালয় শহরে পুলিশের গুলিতে আরও এক বিক্ষোভকারী নিহত হন।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

জনতা ব‌্যাংকে ইনোভেশন শোকেসিং অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের মৃত্যুতে ভূমিমন্ত্রীর শোক

কেরাণীগঞ্জে ১৯,৬৪৫ পিস ইয়াবা, বিদেশী মদ ও বিয়ারসহ ৫ জন গ্রেফতার

সন্ধ্যা পর্যন্ত চলবে গণটিকাদান কর্মসূচি, পরবর্তী সিদ্ধান্ত পরিস্থিতি বুঝে : স্বাস্থ্য সচিব

টেকনাফের শাহপুরীতে ৪’শ ৬২ পিস বিয়ার জব্দ

বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান

মার্কিন ভিসা নীতির পরও বিএনপির শুভবুদ্ধির উদয় হয়নি : তথ্যমন্ত্রী

মালয়েশিয়ার হাইকমিশনারের সাথে বৈঠক করেছেন বিএমসিসিআই নেতারা

দেশের ৫ বিভাগে ঝড়বৃষ্টির সম্ভাবনা

সকল রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে ভ্যানগার্ড হিসেবে কাজ করবে আওয়ামী লীগ : তথ্যমন্ত্রী

ব্রেকিং নিউজ :