বাহিরের দেশ ডেস্ক: মিয়ানমার সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন জাতিসংঘ। বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গিয়েন লুইস গতকাল শনিবার বিকালে সংবাদমাধ্যম বলেন, ‘মিয়ানমার থেকে মর্টার শেল এসে বাংলাদেশে পড়ায় এক ব্যক্তি নিহত ও কয়েকজন আহত হওয়ার খবরে বাংলাদেশে জতিসংঘের কার্যালয় উদ্বিগ্ন।’
তিনি বলেন, ‘বেসামরিক ব্যক্তিদের অবশ্যই রক্ষা করতে হবে। জাতিসংঘ প্রতিনিয়তি পর্যবেক্ষণ করছে, মিয়ানমারের মিশনের সাথেও নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।’
উত্তেজনা বা হতাহত এড়াতে জাতিসংঘ সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে বলে তিনি জানান।
উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যা থেকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে গোলাগুলি চলে। ওই ঘটনায় রাখাইন রাজ্যের পাহাড় থেকে ছোড়া একটি মর্টার শেল এসে তুমব্রু সীমান্তের বিপরীতে শূন্যরেখায় পড়ে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়। রাত সাড়ে ৯টার দিকে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তাছাড়া, এক শিশুসহ পাঁচ রোহিঙ্গা নাগরিক আহত হন। তারা হাসপাতালে চিকিৎসাধীন।
বাংলাদেশ ভূখণ্ডে মিয়ানমারের মর্টারশেল ছোড়ার বিষয়ে প্রয়োজনে জাতিসংঘে উত্থাপন করা হবে বলে শনিবার জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মন্ত্রী বলেন, মিয়ানমার ইস্যুতে বাংলাদেশ যুদ্ধ চায় না, শান্তিপূর্ণ সমাধান চায়। তবে কাজ না হলে জাতিসংঘে জানানো হবে।
ইতোমধ্যে এ ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূত উ অং কিয়াউ মো-কে আজ রবিবার আবারও তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।