অলিদুর রহমান অলি, গাজীপুর নগর প্রতিনিধি: গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন মীরের বাজারে দীর্ঘ দিনের সমস্যা নিরসনের লক্ষে বাজারের মসজিদ গলির পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ করার জন্য গত বৃহস্পতিবার সকালে ৪২নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব আবদুস সালাম ব্যক্তিগত তহবিল থেকে মীরের বাজার মসজিদ গলির ড্রেন নির্মাণ বাস্তবায়ন প্রকল্প কমিটির কাছে নগদ ৫০ হাজার টাকা প্রদান করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ড্রেন নির্মাণ প্রকল্পের আহবায়ক ফজলুল হক মোল্লা, মীরের বাজারের ব্যবসায়ী আশরাফুল ইসলাম, কাজী নজরুল ইসলাম, সুমন চন্দ্র দাস, সুবল সাহা, সায়েম মিয়া প্রমুখ।