প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের চাচা আলহাজ্ব মো: গোলাম কবির তালুকদারের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী তার শোকবার্তায় শুক্রবার ভোরে ৮৮ বছর বয়সে পদুয়ায় নিজ বাসভবনে স্ত্রী, তিনকন্যা ও দুইপুত্র রেখে প্রয়াত পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম কবিরের আত্মার শান্তি কামনা করেন ও তার শোকাহত পরিবারের সদস্য, গুণগ্রাহী ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ মৃত্যুতে তার গভীর শোক, প্রয়াত গোলাম কবিরের আত্মার শান্তিকামনা ও পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত দলের সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার এসব কথা জানানো হয়।