নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ও স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা আত্নকর্মসংসংস্থান পরিবার কল্যাণ ও পূর্ণবাসন সোসাইটি বিমান বন্দর ঢাকার উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা আত্নকর্মসংসংস্থান পরিবার কল্যাণ ও পূর্ণবাসন সোসাইটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান সরকার, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী মন্ডল, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মাহাবুবুর রহমান, সহ-সাংগাঠনিক সম্পাদক আব্দুল আলীমসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন দোয়া প্রার্থনা করা হয়।