বাংলাদেশের সার্বভৌম রেটিংয়ের সমতুল্য ক্রেডিট রেটিং অর্জনকারী একমাত্র ব্যাংক – ব্র্যাক ব্যাংক
নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ‘মুডি’জ ইনভেস্টর সার্ভিস’ ব্র্যাক ব্যাংক লিমিটেড-কে ‘বিএ-থ্রি’ (Ba3) ক্রেডিট রেটিং প্রদান করেছে, যা বাংলাদেশের ব্যাংকিং খাতের সর্বোচ্চ ক্রেডিট রেটিং। এতে আউটলুক স্থিতিশীল (Stable) প্রদর্শন করা হয়েছে।
বাংলাদেশের সার্বভৌম রেটিংয়ের সমতুল্য, ‘বিএ-থ্রি’ (Ba3) রেটিংপ্রাপ্ত একমাত্র ব্যাংক হচ্ছে ব্র্যাক ব্যাংক। ২০১৯ সাল থেকে ব্যাংকটি এই অসাধারণ অর্জন বজায় রেখে আসছে।
২২ সেপ্টেম্বর ২০২২-এ মুডি’জ-এর রেটিং অনুসারে, ‘বিএ-থ্রি’ (Ba3) দীর্ঘমেয়াদী আমানত এবং ইস্যুকারী রেটিং ব্র্যাক ব্যাংক-এর অন্যান্য ব্যাংক থেকে উন্নত অ্যাসেটের মান ও মূলধনেরই প্রতিফলন। এই রেটিং ব্যাংকের শক্তিশালী তহবিল কাঠামো ও উন্নত তারল্যের প্রতিফলন বহন করে।
বাংলাদেশের শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মহামারীর কারণে ঋণ পরিশোধের উপর যে স্থগিতাদেশ ছিল তা ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের ঋণ পরিশোধের বোঝা কমিয়েছে। এটি আগামী ১২-১৮ মাসে ব্যাংকের সম্পদ-মানের অবনতিকে সীমিত করে ব্যাংকের অর্থনৈতিক ভিতকে শক্তিশালী করবে। ব্র্যাক ব্যাংক-এর রেটিংয়ের স্থিতিশীল আউটলুক বিষয়ে মুডি’জ-এর এটিই প্রত্যাশা।
এই ব্যাংকিং খাতের সেরা ক্রেডিট রেটিং সম্পর্কে ব্র্যাক ব্যাংক-এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সেলিম আর. এফ. হোসেন বলেন: “ব্যালেন্স শিট ও তারল্যের দক্ষ ব্যবস্থাপনা, কঠোর কমপ্লায়েন্স, স্বাধীন ও দূরদর্শী বোর্ড এবং পেশাদার ব্যবস্থাপনা টিমের কারণে আমরা বছরের পর বছর ধরে ক্রেডিট রেটিংয়ে এই শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারছি। আমাদের গ্রাহক, শেয়ারহোল্ডার, নিয়ন্ত্রক সংস্থা এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে এই কৃতিত্ব ভাগ করে নিতে পেরে আমরা আনন্দিত, যাদের অটুট আস্থা আমাদের আজকের এই অবস্থানে নিয়ে এসেছে।”
সুশাসন, কমপ্লায়েন্স, নৈতিকতা এবং স্বচ্ছতা ব্র্যাক ব্যাংক-এর ব্যবসায়িক মডেলের স্তম্ভ। পরপর কয়েক বছর ধরে সেরা ক্রেডিট রেটিং, বিদেশী বিনিয়োগকারীদের সর্বোচ্চ বিনিয়োগ, সর্বোচ্চ বাজার মূলধন, সাফা (SAFA) ও আইসিএবি (ICAB) থেকে স্বীকৃতি স্থানীয় ও বৈশ্বিক পরিমন্ডলে ব্যাংকের শক্তিশালী সুশাসন ব্যবস্থা, শক্তিশালী আর্থিক ভিত এবং সুনামের সাক্ষ্যই বহন করে।