নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : ভোলা জেলার ভোলা সদর উপজেলাধীন মেঘনা নদীর তুলাতুলি লঞ্চ ঘাট এলাকায় কোস্ট গার্ড দক্ষিণ জোন অধিনস্থ বিসিজি বেইস ভোলা কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করে শুল্ক ফাঁকি দিয়ে আসা ৮ কোটি টাকা মূল্যের অবৈধ বিদেশী ১৫,৩৬৭ পিস শাড়ি, ১,০২২ পিস থ্রী পিস, ৯৪৫ পিস লেহেঙ্গা, ৫,৭৯২ পিস শাল, ১,৪০০ পিস ওড়নাসহ ৫ জন চোরাকারবারীকে আটক করা হয়।
গত রোববার (২১ নভেম্বর) আটককৃতরা হচ্ছে নুর ইসলাম (৩৬), মোঃ আসাদুজ্জামান (৩৮), রফিকুল ইসলাম (৩০), মোঃ শহীদ শেখ (৪০) ও লিটন (৩৬)। পরবর্তীতে আটককৃত চোরাকারবারী এবং জব্দকৃত কাপড়সমূহ যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে ভোলা থানায় হস্তান্তর করা হয়।