চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পূর্ব বারখাইন ভরাপুকুর পাড় এলাকার দক্ষিনে শঙ্খ নদীর তীরে ভাঙ্গা অংশ মেরামতের তিন মাসের মাথায় ভেঙ্গে গেছে বেড়িবাঁধ। এরফলে জোয়ারের পানি উঠানামা করছে প্রতিদিন। হুমকির মুখে পড়েছে বারখাইন এলাকার শতশত কৃষকেরা। তাছাড়া জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে মানুষের বাড়িঘর, রাস্তাঘাট, পুকুর ও মাছের ঘের। যারফলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে এলাকার জনসাধারণ।
জানা যায়, গত এপ্রিল মাসে শঙ্খ নদীর তীরবর্তী পূর্ব বারখাইন এলাকার বেড়িবাঁধ ভাঙ্গন দেখা দিলে স্থানীয় সাংসদের নিজস্ব তহবিল থেকে বেড়িবাঁধের ভাঙ্গা অংশ মেরামতের জন্য তিন লক্ষ টাকা বরাদ্ধ দেয়া হয়।
ভাঙ্গা অংশ মেরামত করতে স্হানীয় বারখাইন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলমকে দেওয়া হয়। কিন্তু তিন মাস না যেতেই একই স্থানে ফের ভেঙ্গে যায় বেড়িবাঁধ। এলাকাবাসীরা অভিযোগ করে বলেন নিম্নমানের কাজ হওয়ায় ভাঙ্গন সৃষ্টি হয়েছে।গত কয়েক দিনের টানা বৃষ্টি ও শঙ্খ নদীর জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় বেড়িবাঁধের ভাঙ্গা অংশ দিয়ে পানি ঢুকে তলিয়ে যায় বিস্তীর্ণ এলাকা। প্রতিদিন জোয়ারের পানি উঠানামা করায় আউশ চাষাবাদ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কৃষকেরা। দ্রুততম সময়ের মধ্যে বেড়িবাঁধের ভাঙ্গা অংশ মেরামত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন স্হানীয়রা।
স্থানীয় বাসিন্দা আমীর হোসেন বলেন, ভাঙ্গা অংশটি মেরামতের তিনমাস না হতেই ভেঙে গেল বেড়িবাঁধ।আমরা এখন প্রতিদিন জোয়ার ভাটায় ভাসছি।
বেড়িবাঁধ এলাকায় বসবাসরত মহিলা হামিদা আকতার বলেন, বেড়িবাঁধের ভাঙ্গা অংশ দিয়ে জোয়ারের পানি ঘরের মধ্যে ঢুকে পড়তেছে। এখন টিকমত রান্নাবান্না ও চলাফেরা করতে অসুবিধা হচ্ছে।
বারখাইন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও টিকাদার জাহাঙ্গীর আলম বলেন, তিন লাখ টাকা দিয়ে এর চেয়ে আর ভাল কাজ কীভাবে করা হয় আমার জানা নাই। আমি আমার সাধ্যমত চেষ্টা করে কাজটি করেছি। টানা বৃষ্টির কারণে বেড়িবাঁধ ভেঙ্গে গেছে। এখানে চিহ্নিত একটি গোষ্ঠী আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।