স্পোর্টস ডেস্ক: কাতারে রূপকথা রচনা করেছে আর্জেন্টিনা। ৩৬ বছরের অপেক্ষার ইতি টেনে তৃতীয় বিশ্বকাপ জিতেছে আলবিসেলেস্তেরা। নিরঙ্কুশ সমর্থন যুগিয়ে লিওনেল মেসিদের ‘থ্রি স্টার’ মিশনের সঙ্গী ছিল বাংলাদেশের ফুটবলপ্রেমীরাও। সময়ে সময়ে এদেশের সাপোর্টারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মেসি থেকে শুরু করে আর্জেন্টিনার সাধারণ মানুষজন। এবার আর্জেন্টিনার শিরোপা উৎসবের অংশ করা হলো বাংলাদেশকে।
কাতার বিশ্বকাপের সময় বাংলাদেশের আর্জেন্টাইন সাপোর্টারদের খবর ফলাও করে প্রচার হয়েছে বিশ্বের সব বড় বড় গণমাধ্যমে। বাংলাদেশিদের ভালোবাসার খবর পৌঁছেছে আর্জেন্টিনার জনগণদের কাছেও। বিশ্বকাপ শেষে খোদ আর্জেন্টাইন সুপারস্টার মেসির মুখে শোনা গিয়েছে বাংলাদেশের নাম। ফুটবল প্রেমের মাধ্যমে বাংলাদেশ-আর্জেন্টিনার মধ্যকার কূটনৈতিক সম্পর্ক স্থাপন হয়েছে নতুনভাবে। বাংলাদেশে প্রতিষ্ঠা হয়েছে আর্জেন্টাইন দূতাবাস। শুক্রবার ভোরে বুয়েন্স আয়ার্সে প্রীতি ম্যাচের মোড়কে পানামার বিপক্ষে বিশ্বকাপ শিরোপা উদ্যাপনের ম্যাচ খেলেছে আর্জেন্টিনা।