স্পোর্টস ডেস্ক: মরুর বুকে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে নাটকীয়তায় ভরা এক ম্যাচে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে নেদারল্যান্ডসকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে আর্জেন্টিনা। তবে রুদ্ধশ্বাস এই ম্যাচে আলোচনায় রেফারি।
এই ম্যাচে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস দুই দলের ফুটবলার এবং কোচকে মোট ১৮ বার হলুদ কার্ড দেখান স্প্যানিশ রেফারি আন্তনিও মাতেও লাহোস। ৪৮ বার বাজিয়েছেন ফাউলের বাঁশি। এর মধ্যে নেদারল্যান্ডসের ফুটবলাররা সাতবার, আর্জেন্টাইন ফুটবলাররা ৮ বার, আর্জেন্টিনার কোচিং স্টাফ ওয়াল্টার সামুয়েল ও প্রধান কোচ স্কালোনিকে একবার করে হলুদ কার্ড দেখিয়েছেন। এ ছাড়া পেনাল্টি শুটআউটে ডামফ্রিস দ্বিতীয় হলুদ কার্ড দেখেন।
ম্যাচ শেষে বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসিও রেফারিকে নিয়ে অস্বস্তি প্রকাশ করেছেন।
তিনি বলেন, আমার মনে হয় ফিফার এই রেফারিকে এই ধরনের ম্যাচে দায়িত্ব দেওয়া উচিত না। কারণ, তিনি এটার যোগ্যই না।
ম্যাচ জেতার প্রতিক্রিয়ায় মেসি বলেন, অনেক আনন্দ-খুশি লাগছে। ম্যাচটা অতিরিক্ত সময় কিংবা পেনাল্টিতে যাওয়ারই কথা ছিল না। আমাদের ভুগতে হতো এরপর…। কিন্তু আমরা বেরিয়ে এসেছি, যেটা দারুণ।