মেহেরপুর প্রতিনিধি : জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, মেহেরপুর জেনারেল হাসপাতালকে স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তোলা হবে।
রোবার (১৪ এপ্রিল) মেহেরপুরে জেলা সমাজসেবা অধিদপ্তর আয়োজিত ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক, প্যারালাইজড, হৃদরোগ এবং থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে মন্ত্রী এ কথা বলেন।
ফরহাদ হোসেন বলেন, মেহেরপুর জেলার অনেক রোগীকে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন সময়ে পাশের জেলায় অথবা রাজধানীতে যেতে হয়। এতে অনেক সময় রোগীদের ভোগান্তি হয়। এ সমস্যা দূরীকরণে মেহেরপুর জেনারেল হাসপাতালকে স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তোলা হবে।
মন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারের সময়ে মেহেরপুর অঞ্চলের ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রেখে মেহেরপুরকে ভবিষ্যতে একটি মডেল জেলায় পরিণত করা হবে। এজন্য সকলকে একযোগে কাজ করতে হবে।
মেহেরপুরের জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের সভাপতিত্বে পুলিশ সুপার এস.এম. নাজমুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।