জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির
শুরুতে দেড় কোটি ডোজ আসছে
সচিবালয় প্রতিবেদক: আগামী মে/জুনের মধ্যে সাড়ে চার কোটি মানুষ ভ্যাকসিন ডোজ পাবে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, প্রথম পর্যায়ে জানুয়ারি মাসের শেষে অথবা ফেব্রুয়ারির শুরুতে বাংলাদেশে ডোজ করোনা ভ্যাকসিন পেতে পারে। তিনি জানান, প্রথম দফায় দেড় কোটি ডোজ আনা হবে।
আজ সোমবার (২১ ডিসেম্বর) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফ করার সময় সচিব এ তথ্য জানান। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে অনলাইনে এ সভায় সভাপতিত্ব করেন। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব জানান, টিকা দিতে ইতোমধ্যে গ্রাম পর্যায় পর্যন্ত প্রশিক্ষণ শুরু হয়েছে। মূলত ইপিআই (সম্প্রসারিত টিকাদান কর্মসূাচ) এবং সরকারি হাসপাতালের মাধ্যমে টিকা দেওয়া হবে। বেসরকারি হাসপাতালগুলোকে এ কার্যক্রমে সম্পৃক্ত করতে আলোচনা চলছে।
সচিব বলেন, আজকের বৈঠক স্বাস্থ্যমন্ত্রী ভ্যাকসিন আমদানি ও প্রয়োগের বিষয়টি তুলে ধরেন। আগামী জুন মাসের মধ্যে সাড়ে চার কোটি মানুষ ভ্যাকসিন পাবে। বর্তমানে ইপিআই কার্যক্রম জোরদার করা হচ্ছে। যারা ভ্যাকসিন প্রয়োগ করবে তাদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। দক্ষ লোক দিয়ে ভ্যাকসিন প্রয়োগ করা হবে বলে জানান সচিব।
তিনি আরো বলেন, একাদশ জাতীয় সংসদের ২০২১ সালের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি কর্তৃক প্রদেয় ভাষণের খসড়া অনুমোদন দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, কুুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০ এর খসড়া নীতিগত অনুমোদন, বাংলাদেশ `Good agricultural practices’ নীতিমা-২০২০ এর খসড়ার অনুমোদন, কোভিড-১৯ (করোনাভাইরাস) সংক্রমণরোধে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক গৃহীত পদক্ষেপ ও কর্মপরিকল্পনা সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করেন এবং জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্তা, ইউনেস্কো কর্তৃক ‘UNESCO-Bangladesh Bangabandhu Sheikh Mujibur Rahman International prize for the Creative Economy’ শীর্ষক একটি আর্ন্তজাতিক পুরস্করি প্রর্বতন সম্পর্কে মন্ত্রীসভাকে অবহিত করেন। মন্ত্রীরা সচিবালয়ে বৈঠকে অংশ নেন।