সংবাদদাতা, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মোবাইলে গেম খেলতে মা বাধা দেয়ায় অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ছেলে শাহ আলম (১৭)।
রবিবার সকাল ৭টার দিকে জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার পুরাতন প্রসাদপুর মল্লায় এ ঘটনা ঘটে।
শাহ আলম ওই এলাকার কাবির আলীর ছেলে।
পুলিশ জানায়, রবিবার সকাল ৭টার দিকে শাহ আলম ঘুম থেকে উঠে মোবাইলে গেম খেলছিল। এমন সময় তার মা গেম খেলতে নিষেধ করেন এবং মোবাইলটা জোর করে হাত থেকে কেড়ে নেন। এর কিছুক্ষণ পর অভিমানে নিজ শয়ন কক্ষে ফ্যানের সাথে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে সে। পরে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
গোমস্তাপুর থানার ওসি আলমাস আলী সরকার বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।