নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প হতে ১ হাজার ৮শ’ পিস ইয়াবাসহ মাদককারবারী চক্রের ১ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-২এর অভিযানিক দল।
সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে মাদক বিরোধী অভিযানে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র্যাব নিয়মিত আভিযানিক কার্যক্রমের মাধ্যমে মাদকের চোরাচালান, চোরাকারবারী, চোরাচালানের রুট, মাদকস্পট, মাদকদ্রব্য মজুদকারী ও বাজারজাতকারীদের চিহ্নিত করে তাদের গ্রেফতারসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে যাচ্ছে। র্যাব-২ সব সময়ই মাদকের বিরুদ্ধে বলিষ্ঠ অবদান রেখে চলেছে।
র্যাব-২ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজধানীর মোহাম্মদপুর থানাধীন জেনেভা ক্যাম্পএলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ভাড়াকৃত বাসায় নিজের হেফাজতে রেখে বিক্রয় করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সোমবার (২৪ মে) বিকাল ৩ টার দিকে র্যাব-২ এর আভিযানিক দল রাজধানীর মোহাম্মদপুর থানাধীন জেনেভা ক্যাম্পস্থ ব্লক-বি, হোল্ডিং নং-১০৮আব্দুল মজিদের বাড়ীর নীচতলার উত্তর-পূর্ব রুমের ভাড়াটিয়া এর শয়ন কক্ষে বিশেষ অভিযান চালিয়ে মোঃ সালাম(৩০), পিতা- মৃত জাকিরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে ইয়াবার সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে সে অস্বীকার করে। পরবর্তীতে তার কক্ষে কাপড় রাখার ব্যাগ তল্লাশী করে ১ হাজার ৮শ’ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৬৬ হাজর ৫শ’ টাকা উদ্ধার করা হয়।
ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানায়, সে দীর্ঘ দিন যাবৎ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকের ব্যবসা করে আসছে। গ্রেফতারকৃত আসামী আরও জানান, সে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী জেলা কক্সবাজার হইতে নিষিদ্ধ মাদক (ইয়াবা) ক্রয় করে রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছিল। আসামীর থেকে প্রাপ্ত গুরুত্বপূর্ণ তথ্য যাচাই বাচাই করে ভবিষ্যতে র্যাব-২ এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখবে।