বাঙলা প্রতিদিন ডেস্ক : পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ রতুলী, গাংকুলে সমাজের সুবিধা বঞ্চিত অসহায় ও দরিদ্র মানুষের মাঝে সম্প্রতি ( ২৭ মার্চ) খাদ্য সামগ্রী বিতরণ করেছে জনতা ব্যাংক পিএলসি।
ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক মেশকাত আহমাদ চৌধুরী ভার্চুয়ালী সংযুক্ত থেকে বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন।
জনতা ব্যাংক সিলেট বিভাগীয় কার্যালয়ের জিএম মো. সাখাওয়াত হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে ব্যাংকের মৌলভীবাজার এরিয়া প্রধান মো. রফিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় তিন শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।