সংবাদদাতা, ময়মনসিংহ: ময়মনসিংহে ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
অফিসার-ইনর্চাজ জেলা গোয়ন্দো শাখা, ময়মনসিংহের নির্দেশে এসআই জাকির হোসেন সংগীয় অফিসার ফোর্সসহ পাগলা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান চালিয়ে ইয়াবাসহ তিন জনকে গ্রেফতার করেছে। আজ মঙ্গলবার (১৯ জানুয়ারি) পাগলা থানাধীন মাইজবাড়ী এলাকা থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে আটক করে। এরা হচ্ছে আবিদ হাসান রনি (২০), পিতা-মোঃ রফিকুল ইসলাম, মাতা মৃত-নার্গিস বেগম, সাং-বাগবেড়, জাকির হোসেন জীবন (২০), পিতা-রমজান আলী, মাতা-শেফালী খাতুন, সাং-মাইজবাড়ী, আরিফুল ইসলাম সোহেল (২২), পিতা মৃত-তাহের আলী, মাতা-মাজেদা খাতুন, সাং-লংগাইর। সবাই ময়মনসিংহদের জেলার পাগলা উপজেলার বাসিন্দা। পরে গ্রেফতারকৃত আসামীদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।