প্রতিনিধি, ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুর ও ঈশ্বরগঞ্জ পৌরসভার নির্বাচন আগামী শনিবার। এ নির্বাচনে সংরক্ষিত আসনে প্রতিদ্বন্ডিতা করছেন মা ও মেয়ে। তবে একই ওয়ার্ড অথবা একই পৌরসভায় নয়। মা শিউলী চৌধুরী গৌরীপুরের ৪, ৫ ও ৬ ওয়ার্ডে এবং মেয়ে নুসনাত আরা প্রিয়া ঈশ্বরগঞ্জ পৌরসভার ১,২ ও ৩ নং ওয়ার্ড থেকে নির্বাচন করছেন। জানা যায়, দুইবার বিপুল ভোটে নির্বাচিত হন সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর হিসেবে শিউলী চৌধুরী।
অপরদিকে তার মেয়ে নুসনাত আরা প্রিয়ার এবারই প্রথম নির্বাচন। শেষ মুহূর্তে মা-মেয়ে গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আরও চার প্রার্থীর সঙ্গে শিউলী চৌধুরী চশমা প্রতীকে ও নুসনাত আরা প্রিয়া আংটি প্রতীক নিয়ে পাঁচ প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্ডিতা করছেন।
নুসনাত আরা প্রিয়া জানান, আমার মা’ই আমার অনুপ্রেরণা। আর শ্বশুরবাড়ি থেকেও সহযোগিতা করা হচ্ছে। ইনশাআল্লাহ, বিজয়ী হলে এলাকার মানুষের জন্য কাজ করব। এদিকে প্রিয়া চৌধুরীর মা শিউলী চৌধুরী বলেন, ‘নির্বাচিত হওয়ার পর থেকেই মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। এবারও বিজয়ী হব, আশা রাখি।’