নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন
সম্প্রতি যমুনা ব্যাংকের প্রধান কার্যালয়ে যমুনা ব্যাংক লিঃ ও সার্কেল ফিনটেক লিঃ এর মধ্যে অধিকতর সুবিধাজনক ডিজিটাল পেমেন্ট সার্ভিস প্রদানের লক্ষ্যে একটি চুক্তি-স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে যমুনা ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব মির্জা ইলিয়াছ উদ্দীন আহমেদ ও সার্কেল ফিনটেক লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক জনাব রেদওয়ান-উল করিম আনসারী নিজ নিজ প্রতিষ্ঠানের প্রধান হিসেবে উপস্থিত থেকে চুক্তি স্বাক্ষর সম্পাদন করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরী, ফজলে কাইয়ুম ও এ.কে.এম. আতিকুর রহমান, এডিসি ডিভিশনের এসভিপি ও বিভাগীয় প্রধান মোঃ আব্দুস সোবহান এবং সার্কেল ফিনটেক লিঃ এর মার্কেটিং ম্যানেজার মোঃ মুকতাসিদ হক সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ।
এ চুক্তির ফলে শীঘ্রই জাস্টপে ইউজারগণ ডিজিটাল সার্ভিসের আওতায় মার্চেন্ট পয়েন্টে কিউআর বেইজড পেমেন্ট সম্পাদন করতে পারবেন।