নিজস্ব প্রতিবেদকঃ সোমবার (৩১ জুলাই) যশোর বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল ভবন উদ্বোধন করা হবে। উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলম।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তানভীর আহমেদ।
তিনি জানান, ধারাবাহিক উন্নয়নে বদলে যাচ্ছে দেশের বিমানবন্দরগুলো, বাড়ছে যাত্রী সেবার মান। এরই ধারাবাহিকতায় আগামীকাল উদ্বোধন হতে যাচ্ছে যশোর বিমানবন্দরের নবনির্মিত দৃষ্টি নন্দন এই টার্মিনাল ভবন। তিনটি ফ্লোর মিলে এর মোট আয়তন ১৯,৪৮০ বর্গফুট।