নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ীতে র্যাবের অভিযানে হেরোইনসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
গতকাল শনিবার (২৭ ফেব্রুয়ারী) বিকাল ৪ টার দিকে র্যাব- ১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে ৩শ’ পুরিয়া হেরোইনসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হচ্ছে আব্দুল আজিজ (৩০), উকিল (২৮), ধলু মিয়া (৪০) ও সালাম (২৮)।
এসময় তাদের নিকট থেকে নগদ ২ হাজার ১শ’ ৯০ হাজার টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের আশপাশের এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।