নিজস্ব প্রতিবেদক: ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে ৭৭১ বোতল ফেন্সিডিল ও ৫ কেজি গাঁজাসহ ৪ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র্যাব-১০ এর পৃথক আভিযানিক দল। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করে।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” শ্লোগানকে সামনে রেখে মাদক নির্মূলে র্যাব মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানীর ঢাকার যাত্রাবাড়ী থানাধীন যাত্রাবাড়ী টেকনিক্যাল স্কুল এলাকায় ও একই থানাধীন মাতুয়াইল এলাকায় বুধবার (৩ মার্চ) দুপুরে ঘন্টাব্যাপী পৃথক দুটি অভিযানে ৭৭১ বোতল ফেনসিডিল ও ৫ কেজি গাঁজাসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে রাসেল (২৯), ফয়সাল উদ্দিন (১৮), ফারুক মিয়া (২৪) ও রায়হান মাহমুদ (২৮)।
এসময় তাদের নিকট থেকে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১ টি প্রাইভেট কার, ৭টি মোবাইল ফোন ও নগদ- ৯শ’ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ যাত্রবাড়ীসহ ঢাকা শহরের আশপাশের এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
রাজাধানীর গেন্ডারিয়ায় ৭ জুয়াড়ি গ্রেফতার
রাজাধানীর গেন্ডারিয়া থেকে ৭ জুয়াড়িকে গ্রেফতার করেছে র্যাব- ১০ এর আভিযানিক দল।
গতকাল (২ মার্চ) রাত সোয়া ৯টার দিকে র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজাধানী ঢাকার গেন্ডারিয়া থানাধীন আলমগঞ্জ লেন গলির মাজার এলাকায় একটি অভিযান চালিয়ে জুয়ার আসর হতে জুয়া খেলা অবস্থায় ৭ জন জুয়াড়িকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে হারুন হাওলাদার (৪২), কালাম মিয়া (৫০), আলেব মিয়া (৪০), মোস্তফা মিয়া (৩৮), হেলাল মিয়া (৪০), আইনাল মিয়া (৩৫) ও মনোয়ার হোসেন (২৮)।
এসময় তাদের নিকট থেকে জুয়া খেলায় ব্যবহৃত ১০৪ পিছ তাস পিস জুয়া খেলার কার্ড, ৪ টি মোবাইল ফোন ও নগদ- ৮ হাজার ২শ’ ৯০ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার জুয়াড়ি। তারা দীর্ঘদিন যাবৎ একে অন্যের সাথে জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং জুয়া খেলার মাধ্যমে নিজেদের সর্বস্ব হারাচ্ছে।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।