নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর যাত্রাবাড়ী ও দক্ষিণ কেরাণীগঞ্জ থেকে পৃথক অভিযানে ২৬ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে র্যাব-১০ এর আভিযানিক দল। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদক, ছিনতাইকারীসহ কেসিনোর (জুয়াড়ি) বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে র্যাব- ১০ এর একটি আভিযানিক দল রাজধানীর দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন বনগ্রাম এলাকায় অভিযান চালিয়ে জুয়ার আসর হতে জুয়া খেলা অবস্থায় ৭ জন জুয়াড়িকে গ্রেফতার করে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে জামাল (৩২), গোকুল সরকার (৫৫), ওমর ফারুক (২৫), জিকু (৩১), আনোয়ার মোল্ল্যা (৫১), হাকিম (৪৭) ও মতিউর রহমান (৫৫) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ১৫৬ পিস জুয়া খেলার কার্ড (তাস), ৯টি মোবাইল ফোন ও নগদ ১৪ হাজার ৭শ’ ৯০ টাকা উদ্ধার করা হয়।
এছাড়া একইদিন রাত সাড়ে ৮টার দিকে র্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল রাজধানীর উত্তর যাত্রাবাড়ী এলাকায় অপর একটি অভিযান চালিয়ে জুয়ার আসর হতে জুয়া খেলা অবস্থায় ৪ জন জুয়াড়িকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতররা রফিকুল ইসলাম (৬২), গোলাম মোস্তফা (৬৭), কাজী আব্দুল মালেক (৭২) ও শহিদুর রহমান (৫৫) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ১৫৬ পিস জুয়া খেলার কার্ড (তাস), ৫টি মোবাইল ফোন ও নগদ ২৩ হাজার ৩০ টাকা উদ্ধার করা হয়।
অন্যদিকে, একইদিন রাত ১০টার দিকে র্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন ইকুরিয়া এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে জুয়ার আসর হতে জুয়া খেলা অবস্থায় ৪ জন জুয়াড়িকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে কামাল (৩৯), জাকির সিকদার (২৬), আল আমীন (২৫) ও সুমন হাওলাদার (২৫) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ১০৪ পিস জুয়া খেলার কার্ড (তাস), ৫টি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ২শ’ ৯০ টাকা উদ্ধার করা হয়।
এছাড়া একইদিন সাড়ে ১০টার দিকে র্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন কদমতলী এলাকায় অপর একটি অভিযান চালিয়ে জুয়ার আসর হতে জুয়া খেলা অবস্থায় ১১ জন জুয়াড়িকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে ইউসূফ শিকদার (৫২), হালিম মাতবর (৩৯), ইয়ার আলী (৪২), সোহেল হাওলাদার (২৮), অহিদ খান (৩২), তপন মিয়া (৩৮), ওয়াজকুরুনী ইসলাম (২০), মিঠু মিয়া (২৫), জহিরুল ইসলাম (২২), হাবিব চৌকিদার (২৫) ও লিটন আলী (১৮) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ২৬০ পিস জুয়া খেলার কার্ড (তাস), ১১টি মোবাইল ফোন, ১টি ট্যাব, ১টি বেডশীট ও নগদ ৪৯ হাজার ১ শ’ ৪৪ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা পেশাদার জুয়াড়ি। তারা দীর্ঘদিন যাবৎ একে অন্যের সাথে জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং জুয়া খেলার মাধ্যমে নিজেদের সর্বস্ব হারাচ্ছে। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।