বাহিরের দেশ ডেস্ক: যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় বন্দুক হামলায় নারীসহ চারজন নিহত হয়েছে। শনিবার স্থানীয় সকালে এ হামলা চালানো হয়। হামলার পর অভিযুক্ত ব্যক্তি পালিয়ে গেলে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। খবর এবিসি নিউজের
শনিবার সকালে জর্জিয়ার পশ্চিমাঞ্চলে অবস্থিত ছোট শহর হ্যাম্পটনে বন্দুকধারীর হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। ওই বন্দুকধারী হ্যাম্পটনের বাসিন্দা। পুলিশ শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আন্দ্রে লংমোর নামে এক ব্যক্তিকে হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন হিসাবে চিহ্নিত করে।
হ্যাম্পটন পুলিশ ডিপার্টমেন্টের প্রধান জেমস টার্নার বলেন, ‘হ্যাম্পটনে এটি দুঃখের দিন। এটা আমাদের জন্য স্বাভাবিক কোনো ঘটনা নয় এবং আমরা সবাই একসঙ্গে শোক পালন করব।’
এদিকে বন্দুক হামলার কারণ জানতে পারেনি পুলিশ। তবে নিহতদের কারও সাথে অভিযুক্ত লংমোর সম্পর্ক ছিল কিনা তা তদন্ত করে দেখছেন কর্মকর্তারা। এছাড়া লংমোরের গ্রেপ্তারে যেকোনো তথ্যের জন্য ১০ হাজার মার্কিন ডলার পুরষ্কারও ঘোষণা করা হয়েছে।