বাঙলা প্রতিদিন নিউজ : পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, বৈরুত, লেবানন এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় যুদ্ধবিদ্ধস্ত লেবানন হতে স্বেচ্ছায় দেশে ফেরত আসতে ইচ্ছুক আটকে পড়া ৫৪ জন বাংলাদেশী নাগরিককে সম্পূর্ণ সরকারী ব্যয়ে সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে Saudi Airlines (SV 810) ফ্লাইটে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে।
এছাড়াও আগামী ২৩ অক্টোবরআরো ৬৫ জন বাংলাদেশীকে প্রত্যাবাসন করার কথা রয়েছে।
সোমবার (২১ অক্টোবর) পরিচালক মোস্তফা জামিল খান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রত্যাবাসনকৃত অসহায় এ সকল বাংলাদেশী নাগরিককে বিমানবন্দরে অভ্যর্থনা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ড. আসিফ নজরুল।
এছাড়াও বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM)-এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। IOM-এর পক্ষ থেকে লেবানন থেকে প্রত্যাবাসনকৃত প্রত্যেককে ৫০০০/- টাকা পকেটমানি, কিছু খাদ্য সামগ্রী ও প্রাথমিক মেডিক্যাল চিকিৎসার ব্যবস্থা করা হয়।
লেবাননে চলমান সাম্প্রতিক যুদ্ধাবস্থায় ১৮০০ জন প্রবাসী বাংলাদেশী দেশে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করে এবং বাংলাদেশ দূতাবাস, বৈরুত-এ রেজিষ্ট্রেশন সম্পন্ন করে।
এরপর মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনায় মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা ও পররাষ্ট্র সচিব লেবাননে আটকে পড়া ও দেশে ফিরে আসতে ইচ্ছুক বাংলাদেশীদের নিরাপদে প্রত্যাবর্তনের জন্য এবং যেসকল প্রবাসী বাংলাদেশী ফিরে আসতে অনিচ্ছুক তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
লেবানন থেকে বাংলাদেশী নাগরিকদের নিরাপদে প্রত্যাবাসনের ব্যবস্থা করতে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, লেবাননে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM) একসাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।