সংবাদদাতা, সিলেট: সিলেটের সীমান্তবর্তী কানাইঘাট উপজেলায় ফরিদ উদ্দিন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর তার দেহ থেকে বাঁ পা বিচ্ছিন্ন করা হয়।
আজ বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার এফআইবিডিবি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফরিদ, স্থানীয় খাসাড়ীপাড়া গ্রামের রফিক উদ্দিনের ছেলে।
স্থানীয় লোকজন জানান, উপজেলার মমতাজগঞ্জ বাজার থেকে ফরিদ তার ভায়রা ভাই শাহীন আহমদকে নিয়ে মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে ফিরছিলেন। এফআইবিডিবি প্রাথমিক বিদ্যালয় এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত ফরিদের মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় ধারালো অস্ত্রের কোপে তার দুই পা ছিন্নভিন্ন হয়ে যায়। তার বাম পায়ের অংশ মরদেহ থেকে আলাদা করে দিয়েছে দুর্বৃত্তরা। মৃত্যু নিশ্চিত করেই দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে।
নিহত ফরিদের স্বজনরা জানান, ফরিদ তার ফেসবুক আইডিতে জানান দিয়েছিলেন, এনাম খান নামে এক ব্যক্তি তাকে দেখে নেবে বলে হুমকি দিয়েছিলেন। এর জেরে এ হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে তারা ধারণা করছেন।
কানাইঘাট থানার ওসি তাজুল ইসলাম বলেন, পূর্ব বিরোধের জেরে ফরিদকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এরমধ্যে বাঁ পায়ের অংশ খুঁজে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা পা বিচ্ছিন্ন করে অন্য কোথাও ফেলে দিয়েছে।
তিনি আরও বলেন, মরদেহটি উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটির তদন্ত করা হচ্ছে।