সংবাদদাতা, রংপুর : যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগে ম্যাজিস্ট্রেট স্বামীর বিরুদ্ধে চিকিৎসক স্ত্রীর করা মামলা নিয়ে রংপুরে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেবাংশু কুমারের বিরুদ্ধে তার স্ত্রী ডা. হৃদিতা সরকার রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এ মামলাটি দায়ের করেন। বিচারক রোকোনুজ্জামান অভিযোগটি গ্রহণ করে বৃহস্পতিবার বাদিনীর জবানবন্দি রেকর্ডের দিন ধার্য করেছেন।
মামলার বাদিনীর আইনজীবী এবং রংপুর নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিশেষ পিপি খন্দকার রফিক হাসনাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিষয়টি রংপুরের একাধিক বিজ্ঞ বিচারক অবগত আছেন। অভিযোগে ডা. হৃদিতা সরকারের শ্বশুর সুধাংশু কুমার সরকার, স্বামীর পিসাতো ভাই নিলয় দে সরকার এবং চাচা শ্বশুর রঞ্জন সরকারকেও বিবাদী করা হয়েছে।
তিনি জানান, অভিযোগে বলা হয়েছে, গত বছর ২৫ আগস্ট রংপুর জজ শিপের স্টাফ কোয়ার্টারের নিচ তলায় ডা. হৃদিতা সরকারকে নির্যাতন করেন তার স্বামী ম্যাজিস্ট্রেট দেবাংশু কুমার। চলতি বছর গত ২৮ মার্চ রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান ফটকের সামনে নতুন গাড়ি কিনতে বাদিনীর কাছে তার স্বামী দেবাংশু কুমার ৩০ লাখ টাকা যৌতুকের দাবিতে মারপিট করে গুরুতর জখম করেছেন। ওই দিন বাদিনীর গলায় ছুরি দিয়ে আঘাত করায় ক্ষতস্থানে ৯টি সেলাই দিতে হয়েছে। এ কারণে তিনি ২১ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। নির্যাতনের কারণে বাদিনী তার শ্রবণ শক্তিও হারিয়েছেন।