প্রতিনিধি, রংপুর : রংপুরে ডিবি পুলিশের এএসআই রাহেনুল ইসলামসহ ৫ জনের বিরুদ্ধে ছাত্রী গণধর্ষণ মামলার চার্জগঠন আজ ৩১মার্চ বৃহষ্পতিবার। এর আগে গত বছর ৭ মার্চ আদালতে এই মামলার চার্জশিট দেন পিবিআই-এর পরিদর্শক সাইফুল ইসলাম। কিন্তু, এজাহার ও চার্জশিটে ঘটনার তারিখের ভিন্নতাসহ বেশ বিপরিত অসঙ্গতি, এমন কী ভিকটিম নিজেই এই ঘটনায় ডিবির এএসআই রাহেনুল জড়িত নন, আমার সাথে কোন অন্যায় করেননি। বরং জোর করেই তাকে(রাহেনুলকে) জড়ানোর অভিযোগ তুলেন। যে কারনে এই মামলার ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
মামলায় গণধর্ষণের অভিযোগ থাকলেও ডিবি পুলিশের এএসআই রাহেনুলের বিরুদ্ধে প্রেমের সূত্রে ধর্ষণের অভিযোগে ২০২১ সালের ৭ মার্চ বিজ্ঞ আদালতে এই মামলার চার্জশিট দেয় রংপুর পিবিআই।
এজাহারে ঘটনার তারিখ ২০২০ সালের ২৩ অক্টোবর লেখা থাকলেও চার্জশিটে উল্লেখ করা হয়েছে ২০২০ সালের ১৮ অক্টোবর।
ধর্ষণের আগে ১৮ অক্টোবর ভিকটিমকে নিয়ে অভিযুক্ত এএসআই রাহেনুল রংপুর নগরীর দেশ রেস্টুরেন্টে কফি পান করেন বলে চার্জশিটে উল্লেখ করেছেন তদন্ত কর্মকর্তা। কিন্তু জেলা প্রশাসনের নথিপত্র বলছে, এর ৭দিন আগেই রেস্টুরেন্টটি অবৈধ স্থাপনা হিসেবে চিহিৃত করে তা উচ্ছেদ করা হয়েছিলো।
ধর্ষিতার ডাক্তারি পরীক্ষা ও আসামীদের ডিএনএ রিপোর্ট জোড়ালো নয়। উপরন্তু ভিকটিম নিজের বাবা-মায়ের বিরুদ্ধে এএসআই রাহেনুলের নামে মিথ্যা অপবাদ দিতে আদালতে নির্যাতনের অভিযোগ করেছেন।
ভিকটিমের এই অভিযোগের পর মামলার যৌক্তিকতা নিয়েই প্রশ্ন উঠলেও বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শারমীন আরা বলেন, জামিনে মুক্তি পেয়ে রাহেনুল ভিকটিমকে নানাভাবে প্রভাবিত করে এসব করে চলেছেন।
আজ ৩১মার্চ বৃহষ্পতিবার এই মামলায় আসামীদের বিরুদ্ধে চার্জগঠনের নির্ধারিত তারিখ। সরকারী কৌশুলী নারী ও শিশু নির্যাতন দম বিশেষ আদালত-২এর খন্দকার হাসনাইন খোরশেদ ও বিশেষ কৌশুলী বলেন, পুলিশ সদস্যের এমন অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য যা যা প্রয়োজন তার সবদিক নিয়েই আদালতে লড়বেন তিনি।
ভিকটিমের বাবা বাদী হয়ে ২০২০ সালের ২৬ অক্টোবর হারাগাছ থানায় মামলাটি করেন। তদন্ত শেষে ২০২১ সালের ৭মার্চ পিবিআই-এর পরিদর্শক সাইফুল ইসলাম ৫ আসামীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন।
চাঞ্চল্যকর এ বিষয়ে ঘটনাস্থলের মানুষ ও সচেতন মহল বলছেন, এ ধরনের বিষয় পুলিশ হয়ে যদি পুলিশের সাথেই ঘটানো হয়। তবে, সাধারণের ব্যাপারে ভয়ঙ্কর আরও কিছু হতে পারে। তাই, বিশেষভাবে প্রতিটি বিষয় বা ঘটনার সুষ্ঠ ও স্বচ্ছ তদন্ত সাপেক্ষে প্রতিবেদন বিচারিক আদালতে প্রদানের দাবি করেন।