প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া আসন থেকে পর পর ৩ বারের নির্বাচিত সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের পিতা, পদুয়ার সুখবিলাস উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বৃহত্তর চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট আলহাজ্ব নুরুচ্ছফা তালুকদারের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুরে এ উপলক্ষে উপজেলার ১০ নং পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এর আগে সকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর নিজ গ্রামে সুখবিলাস জামে মসজিদে মিলাদ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পন করেন বিভিন্ন সংগঠন ও জনসাধারণ। এবং বাদে জোহর পদুয়া রাজারহাটস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পদুয়া ইউনিয়ন আ. লীগের সহ-সভাপতি মো. শাহ আলমের সভাপতিত্বে ও মাস্টার অঞ্জন দাশের সঞ্চালনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বদিউজ্জামান বদি।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য জাহেদ হাছান তালুকদার, ইউনিয়ন আ. লীগের সি: যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার রফিক উদ্দিন। সাংগঠনিক সম্পাদক মাস্টার সাবের আহমদ, দপ্তর সম্পাদক নুরুল আজিম, তথ্য ও গবেষণা সম্পাদক আকতার হোসেন, স্বেচ্ছাসেবক লীগে সভাপতি সেলিম উদ্দিন, সা: সম্পাদক রায়হান তালুকদার রুবেল ও এ কে খাঁন প্রমূখ।
আলোচনা সভায় বদিউজ্জামান বদি তার বক্তব্যে বলেন, ‘প্রয়াত এডভোকেট আলহাজ্ব নুরুচ্ছফা তালুকদারের ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক, ৭৫ পরবর্তী সময়ে উত্তর চট্টগ্রামের আওয়ামী লীগকে সংগঠিতকরণে তাঁর অনন্য ভূমিকা ছিল। তিনি ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বৃহত্তর চট্টগ্রামের সাবেক পাবলিক প্রসিকিউটর। এছাড়াও তিনি রাঙ্গুনিয়া থানা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধকালীন ভারপ্রাপ্ত সভাপতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সুনামের সাথে পালন করেছিলেন।’
তিনি আরও বলেন, ‘মরহুম এডভোকেট আলহাজ্ব নুরুচ্ছফা তালুকদার একজন সমাজহিতৈষী, সজ্জন ও সমাজসেবকও। তিনি তার জীবদ্দশায়ও মানুষের কল্যাণে নিরলস পরিশ্রম করেছেন। তার কোন লোভ ছিলোনা, ছিলোনা কোন উচ্চাকাঙ্খা। তিনি আমৃত্যু অসহায় মেহনতি মানুষের কল্যাণে কাজ করেছেন। গত ২০১১ সালের এইদিনে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। আর কখনও তিনি আমাদের মাঝে ফিরেও আসবেন না। তবে রয়ে গেছে তার নীতি ও আদর্শ। আমরা সেগুলোকে বুকে ধারণ করে আগামীর পথে এগিয়ে চলবো। পরিশেষে বলবো আপনারা মরহুম আলহাজ্ব নুরুচ্ছফা তালুকদারের রূহের মাগফিরাত কামনায় দোয়া করবেন।’
আলোচনা শেষে প্রয়াত এডভোকেট আলহাজ্ব নুরুচ্ছফা তালুকদারে রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এদিকে প্রথিতযশা এই আইনজীবীর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তথ্যমন্ত্রীর চট্টগ্রাম শহরস্থ বাসভবন সংলগ্ন মৌসুমী আবাসিক এলাকার আলিফ মিম জামে মসজিদ, চট্টগ্রাম কোর্টবিল্ডিং জামে মসজিদ এবং রাঙ্গুনিয়ায় নিজ বাসভবনে কুরআন খতম ও দোয়া মাহফিল আয়োজন করেছে মরহুমের পরিবার।
এছাড়া আজ বিকাল ৩টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে এক স্মরণ সভার আয়োজন করেছে এডভোকেট নুরুচ্ছফা তালুকদার স্মৃতি সংসদ। এতে প্রধান অতিথি থাকবেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি মেয়র মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী। তাছাড়া আগামী ৪ ফেব্রুয়ারি শুক্রবার বিকাল তিনটায় চট্টগ্রামস্থ রাঙ্গুনিয়া সমিতি’র আয়োজনে রাঙ্গুনিয়া পৌরসভাস্থ এড. নুরুচ্ছফা তালুকদার অডিটোরিয়ামে স্মরণসভা অনুষ্ঠিত হবে।