নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: রাজধানীর চকবাজার আলী ঘাট এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় খোরশেদ (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
আজ শুক্রবার (১৩ মে) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে আটটার দিকে তার মৃত্যু হয়।
চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব কুমার সরকার জানান, আলীঘাট মোড়ে চায়ের দোকানে দাঁড়িয়ে চা পান করছিলেন খোরশেদ।
এ সময় ওই রাস্তা দিয়ে শাহ আলম নামে এক অটোচালক গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। তার পেছনে মোটরসাইকেলে চালিয়ে একজন ট্রাফিক সার্জেন্টকে আসতে দেখে সে ভাবে, হয়তো তার গাড়ি আটকাতে আসছেন। এ জন্য সে তাড়াহুড়ো করে গাড়ি চালাতে থাকেন। আলীঘাট মোড়ে পথচারী খোরশেদের উপর দিয়ে গাড়ি উঠিয়ে দেয় সে। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে ওই চালকের গাড়িতে করেই ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, শাহ আলম পুলিশ হেফাজতে রয়েছে। তার গাড়িটি জব্দ করা হয়েছে। নিহতের বিস্তারিত পরিচয় কিছুই জানা যায়নি।