ডেস্ক রিপোর্ট, বাঙলা প্রতিদিন:
রাজধানীতে ইয়াবা ও গাঁজা, ছিনতাইকারী পর্ণ ভিডিও সংরক্ষনসহ ৮ জনকে গ্রেফতার করেছে র্যাব-১০এর পৃথক আভিযানিক দল। এরমধ্যে নারায়নগঞ্জের ফতুল্লা ও চকবাজারে বিপুল পরিমানের ইয়াবা ও গাঁজাসহ ৫ জন, রাজধানীর ওয়ারী হতে ২ ছিনতাইকারী ও রাজধানীর কামরাঙ্গীরচর হতে পর্ন ভিডিও সংরক্ষন ও বিক্রয়ের অপরাধে ১ জনকে গ্রেফতার করে।
র্যাব-১০এর পৃথক প্রেস-বিজ্ঞপ্তিতে জানান, আজ সোমবার (৩০ আগস্ট) র্যাব-১০ এর একটি আভিযানিক দল নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন সেহাচর উকিলবাড়ী এলাকায় দুটি পৃথক অভিযান পরিচালনা করে ৮৮৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪০০ গ্রাম গাঁজাসহ ঈশান (২৪), সোহান (২১) ও রাশেদ (১৯)কে গ্রেফতার করে।
এ সময় তাদের নিকট থেকে মোট ৫টি মোবাইল ফোন ও নগদ ৫৫৬ টাকা উদ্ধার করা হয়।
এছাড়া গতকাল রোববার (২৯ আগস্ট) সন্ধ্যায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার চকবাজার মডেল থানাধীন ৭১/২-এ হোসেনী দালান রোড এলাকায় অভিযান চালিয়ে ৭৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ হাসান (৩৫) নামের একজন কে গ্রেফতার করে । এ সময় তার নিকট থেকে ১টি মোবাইল ফোন ও নগদ ১,১০০ টাকা উদ্ধার করা হয়।
এদিকে, রাজধানীর ওয়ারী এলাকায় ২ ছিনতাইকারী গ্রেফতার
গতকাল রোববার (২৯ আগস্ট) রাতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার ওয়ারী থানাধীন রাইসা বাজার মোড়স্থ ১/২ নবাবপুর রোড এলাকায় একটি অভিযান চালিয়ে বেলায়েত হোসেন (৩৫) ও মাহবুব (২৭) নামের দুইজন কে গ্রেফতার করে। এ সময় তার নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ২ টি ছুরি, ২টি মোবাইল ফোন ও নগদ- ৪০০ টাকা উদ্ধার করা হয়।
অপরদিকে, রাজধানীর কামরাঙ্গীরচরে পর্ন ভিডিও সংরক্ষন ও বিক্রয়ের অপরাধে ১ জন গ্রেফতার
আজ সোমবার (৩০ আগস্ট) বিকেলে র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার কামরাঙ্গীরচর থানাধীন সিলেট্টি বাজার আহসানবাগ এলাকায় অভিযান চালিয়ে কম্পিউটারে পর্ন ভিডিও সংরক্ষন ও বিক্রয় করার অপরাধে ইব্রাহিম (২১) নামের ১ জনকে গ্রেফতার করে।
এসময় তার নিকট থেকে ১টি হার্ডডিস্ক, ১টি কম্পিউটারের সিপিইউ, ১টি মনিটর, ১টি কম্পিউটার কী বোর্ড, ১টি মাউস, ১টি মেমরী কাড, ১টি কার্ড রিডার ও ২টি কার্ড রিডার জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পর্ন ভিডিও সংরক্ষন ও বিক্রয় চক্রের সদস্য। সে বেশ কিছদিন যাবৎ কম্পিউটার ব্যবসার আড়ালে কম্পিউটারে মাধ্যমে পর্ন ভিডিও সংরক্ষন ও বিক্রি করে আসছিল বলে জানা যায়। গেফতারকৃতদের ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।