নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর ডেমরা ও ফতুল্লা থানা এলাকা হতে ইয়াবা ও হেরোইনসহ ৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব-১০ এর আভিযানিক দল।
গতকাল বুধবার (২০ জানুয়ারি) দুপুরে সিপিসি-২, র্যাব- ১০ এর কোম্পানি কমান্ডার মোঃ আসাদুজ্জামান এর নেতৃত্বে রাজধানীর ডেমরা থানাধীন উত্তর সানারপাড় এলাকায় অভিযান পরিচালনা করে ১ হাজার ৮শ’ ২০ পিস ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে মঞ্জুরুল হক (৪০), থানা- ডেমরা, জেলা- ঢাকা, আসাদুল ইসলাম (৪২), থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার ও সোহেল মিয়া, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার (২৪) বলে জানা যায়।
এসময় তাদের নিকট থেকে ৪টি মোবাইল ফোন ও নগদ ১৫ হাজার ৩শ’ ২০ টাকা উদ্ধার করা হয়।
এছাড়া, একইদিন সন্দ্যা ৬ টার দিকে, র্যাব- ১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান, পিএসসি এর নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন চাঁনমারী এলাকায় একটি অভিযান পরিচালনা করে ১৯ গ্রাম হেরোইনসহ প্রদীপ নামে ১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। প্রদীপ (৩২) জামালপুর থানা- নড়িয়া, জেলা- শরিয়তপুর ও শেফালী আক্তার (৩৬), থানা-সরিষাবাড়ী, জেলা- বলে জানা যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে ঢাকাসহ এর আশপাশের এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল।