নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: রাজধানীর কলাবাগানে ছাদ থেকে পড়ে আব্দুর রহিম (২২) নামে এক রংমিস্ত্রির মৃত্যু হয়েছে। শনিবার (১৫ জুলাই) বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।
তিনি বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কলাবাগান থানাকে জানিয়েছি।
মৃত আব্দুর রহিমের সহকর্মী রুবেল বলেন, ছাদে পানির ট্যাংকি রং করার সময় সে অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হয় রহিম। পরে তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
রুবেল আরও বলেন, সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে মৃত ঘোষণা করেন।